মুখের দাগ নিয়ে চিন্তায় আছেন? নানা রকম ক্রিম ব্যবহার করেও কোন সমাধান পাচ্ছেন না? আজ আপনাদের জন্য নিয়ে এলাম মুখের দাগের জন্য সহজ একটি সমাধান। তাহলে দেরি না করে দেখে নেই কি করে দূর করবেন মুখের দাগ
যা যা লাগবে
খাটি মধু, অলিভ অয়েল, তুলা আর লেবু।
আপনারা জানেন লেবু আমাদের ত্বকের জন্য অনেক উপকারী। একবার মিশ্রণটি ইউজ করার জন্য ২ চামচ লেবুর রস প্রয়োজন হবে। ২ চামচ লেবুর রসের সঙ্গে ১ চামচ মধু ( অবশ্যই খাটি মধু হতে হবে।) ও ২-৩ ফোটা অলিভ অয়েল ভালোভাবে মিশিয়ে নিন। অলিভ অয়েল আপনার ত্বককে শুষ্ক হতে দেবে না। ব্যবহার করার জন্য তুলা ব্যবহার করতে হবে, মুখে ভালোভাবে ঘসে ঘসে এই মিশ্রণটি ব্যবহার করুন। আশা করি আপনার ত্বকের সমস্যার সমাধান হবে। ধন্যবাদ ।
# মুখের দাগ দুর করার উপায়,কিভাবে দাগ দুর করব,কিভাবে,ব্রনের দাগ,ব্রন,মেস্তার দাগ
Loading...
advertisement