আপনি আছেন » প্রচ্ছদ » খবর

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ভারত-পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

এই মাসের শেষের দিকে আয়ারল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য ঊড়াল দেবে বাংলাদেশ দল । আগামী মাসে ডাবলিনে শুরু হবে এই আসর । এই সিরিজটিতে আয়ারল্যান্ড ছাড়াও বাংলাদেশের অন্য প্রতিপক্ষ নিউজিল্যান্ড । আগামী জুনের ১ তারিখ থেকে ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি । বিশ্বকাপের পর আইসিসি আয়োজিত সবচেয়ে বড় আসরটিতে খেলার প্রস্তুতি হিসেবেই বাংলাদেশ খেলছে আয়ারল্যান্ডের এই আসরে ।

তবে শুধু এই ত্রিদেশীয় সিরিজ নয় , চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আগে টাইগাররা খেলবে আরও একাধিক প্রস্তুতি ম্যাচ । যেখানে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে থাকছে দুই এশিয়ান প্রতিপক্ষ প্রতিবেশী ভারত আর পাকিস্তান । এই বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ।

বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান গতকাল (সোমবার) সাংবাদিকদের জানিয়েছেন , ,‘আমরা আগামী মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলব। এর আগে ইংল্যান্ডে দশদিনের ক্যাম্প করব। সেখানেও দুটি ৫০ ওভারের ম্যাচ খেলব। একটি এসেক্সের বিপক্ষে। আয়ারল্যান্ডে আমরা চারটি ম্যাচ খেলার সুযোগ পাব। সেখান থেকে আমরা যাব চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে। ওখানে খেলার আগে আমরা পাকিস্তান ও ভারতের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলব।’

২০০৬ সালে সবশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিয়েছিল বাংলাদেশ। দশ বছর পর আবারও মাশরাফি বিন মুর্তজার হাত ধরে মাঠে নামবে টাইগাররা। মূল মঞ্চে মাঠে নামার আগে ভারত ও পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচগুলো বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাসী করে তুলবে তা বলার অপেক্ষা রাখে না।

২৪ মে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ইংল্যান্ডে উড়াল দেবে মাশরাফির দল। ১ জুন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে সাতদিন সময় পাবে বাংলাদেশ। এরই মধ্যে যেকোনো দুই দিন ভারত ও পাকিস্তানের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে মুশফিক, মাহমুদউল্লাহরা।

খবর - ক্রীড়ালোক