আপনি আছেন » প্রচ্ছদ » খবর

মন্দিরে কর্তৃত্ব নিয়ে মামা-ভাগ্নের দু’গ্র“পের মারামারি, আহত ৩!

পাইকগাছায় মন্দিরে কর্তৃত্ব নিয়ে মামা-ভাগ্নে দু’গ্র“পের মারামারীতে ৩ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার সন্ধ্যায় পারিশারীর উত্তরপাড়া পূজা মন্দিরে। এ ঘটনায় তৃতীয়পক্ষ মামার ঘেরে বিষ দিয়ে ফায়দা লোটার চেষ্টা করছে বলে মামা অভিযোগ করেছেন।
জানা যায়, উপজেলার সোলাদানার পারিশামারীর উত্তরপাড়া দূর্গা মন্দিরের কর্তৃত্ব-নেতৃত্ব নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাগ্নে সুজনের নেতৃত্বে বিমল বৈরাগী ও রাজু গংরা মামা নির্মল ঢালীকে মারার জন্য উদ্যত হলে উভয় পক্ষের মধ্যে মারামারী শুরু হয় বলে এলাকাবাসী জানিয়েছেন। এতে মামা নির্মল ঢালী ও তার ভাইপো হিরক ঢালী আহত হয়।মামা নির্মল ঢালী অভিযোগ করেছেন, প্রতিপক্ষ ভাগ্নে সুজন আমাকে মারতে উদ্যত হলে উভয়পক্ষের ঠেলাঠেলিতে তার হাতে থাকা বাঁশ ছিটকে তার নাকে লেগে আহত হয়। অন্যদিকে মামা-ভাগ্নের দ্বন্দ্বের জন্য মন্দিরের প্রতিমা তৈরীসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানা গেছে। অপরদিকে শনিবার রাতে মামা নির্মল ঢালীর মৎস্য ঘেরে কে বা কারা বিষ দিয়ে প্রায় আড়াই লাখ টাকার মৎস্য ক্ষতি সাধন করেছে। এ ব্যাপারে মামা নির্মল ঢালী অভিযোগ করেছেন, আমাদের মামা-ভাগ্নের কন্দোলকে কেন্দ্র করে তৃতীয়পক্ষ ঘেরে বিষ দিয়ে ফায়দা লোটার চেষ্টা করছে। এ ব্যাপারে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধুর কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি আমি লোকমুখে শুনেছি। মন্দির কর্তৃপক্ষ এ ব্যাপারে আমাকে কিছু জানাইনি। জানালে মীমাংসার জন্য উদ্যোগ নেব।

বাংলানিউজলাইভ/বাবুল আকতার/পাইকগাছা প্রতিনিধি/