আপনি আছেন » প্রচ্ছদ » খবর

ঢাকা-মাওয়া মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

ঢাকা-মাওয়া মহাড়কে মঙ্গলবার রাত ১০ টার দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। শ্রীনগর ফায়ারসার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মোহাম্মদ সোহেল রানা জানান, শ্রীনগর উপজেলা কেয়টচিড়া নামক স্থানে বাসটি খাদে পড়ে পানিতে তলিয়ে যাওয়ার আগে অন্তত ৫০ জন যাত্রী বেড়িয়ে আসাতে পারায় বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। এছাড়া বাসে আটকে পড়া এক যাত্রীকে প্রায় পৌনে এক ঘন্টা চেষ্টার পর জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

হাসাড়াঁ হাইওয়ে থানা পুলিশের ওসি গোলাম মোর্শেদ তালুকদার জানান, ঢাকা থেকে মাওয়া গামী গাঙ্গচিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়।মৃতরা হলেন লৌহজং উপজেলার হলদিয়া গ্রামের আছিয়া খাতুন (৫৫) ও কুড়িগ্রামের শফিকুল ইসলাম (৩২)। দুর্ঘটনায় আহত অন্তত ১০ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনার পরপরই একই স্থানে ঢাকা থেকে টুঙ্গীপাড়া গামী টুঙ্গীপাড়া এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।