পাকিস্তানে আমেরিকা, চীন এবং রাশিয়াসহ ৩৭ দেশকে নিয়ে আমান-১৭ নামের নৌমহড়া শুরু হয়েছে। এ নিয়ে পঞ্চমবার দেশটি এ জাতীয় নৌমহড়ার আয়োজন করল। ২০০৭ সাল থেকে প্রতি এক বছর পরপর এ রকম নৌমহড়ার আয়োজন করছে পাকিস্তান।
অংশগ্রহণকারী নয়টি দেশ অর্থাৎ অস্ট্রেলিয়া, চীন, ইন্দোনেশিয়া, তুরস্ক, শ্রীলংকা, ব্রিটেন, আমেরিকা, জাপান এবং রাশিয়ার জাহাজ নৌমহড়ায় অংশ গ্রহণ করবে।
পাকিস্তানের বন্দর নগরী করাচির ডকইয়ার্ডে গতকাল সকালে এ মহড়ার উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। এ অঞ্চলে মানব এবং মাদক পাচার ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়।