আপনি আছেন » প্রচ্ছদ » খবর

পারস্য উপসাগরে আমিরাত-ব্রিটিশ যৌথ মহড়া শুরু

সংযুক্ত আরব আমিরাত এবং ব্রিটিশ নৌবাহিনী পারস্য উপসগরে যৌথ মহড়া শুরু করেছে। দেশ দু’টির মধ্যে সহযোগিতা, সমন্বয় এবং সামরিক অভিজ্ঞতা ও তথ্য বিনিময় কর্মসূচির আওতায় এ মহড়া শুরু হয়।

আমিরাতের সরকারি সংবাদ সংস্থা ডব্লিউএএম আজ(রোববার) জানিয়েছে, দেশ দু’টির সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক সহযোগিতা জোরদার করার সমন্বিত কৌশলের অংশ হিসেবে  ‘সি ডেগার ২০১৭’ নামের মহড়া অনুষ্ঠিত হচ্ছে। মহড়ায় ধারাবাহিক যৌথ সামরিক অনুশীলন চালানো হবে।

মহড়ায় সশস্ত্র বাহিনীর কোন কোন শাখা অংশ নেবে এ খবরে তা উল্লেখ করা হয় নি। এ ছাড়া, মহড়া কোথায় চলছে সঠিক ভাবে তাও জানানো হয় নি।

গত বছর আবু ধাবির উপকূলে আন্তর্জাতিক মাইন বিরোধী মহড়ায় অংশ নিয়েছিল ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী এবং সংযুক্ত আরব আমিরাতের নৌবাহিনী।