আপনি আছেন » প্রচ্ছদ » খবর

কাবুলে শিয়া মসজিদে বোমা হামলায় নিহত ২৭

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আজ (সোমবার) জোহরের নামাজের জন্য মুসল্লিরা জড়ো হলে এক আত্মঘাতী হামলাকারী বাকির উল-উলুম মসজিদে বোমার বিস্ফোরণ ঘটালে এ হতাহতের ঘটনা ঘটে।  

আজ একই দিনে আফগান রাজধানী কাবুলে এ নিয়ে দু দফা বোমা হামলার ঘটনা ঘটল। প্রথম হামলায় কাবুলের বাগরামি এলাকায় দু জন আহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মুখপাত্র বাসির মুজাহিদ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহত দু ব্যক্তি আফগান ন্যাশনাল আর্মির সদস্য।

মসজিদে হামলার দায়িত্ব স্বীকার করে নি কেউ তবে এ ধরনের হামলার জন্য সাধারণত তালেবানকে দায়ী করা হয়। তালেবান গোষ্ঠী আজকের হামলার কথা অস্বীকার করেছে। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, “আমরা কখনো মসজিদে হামলা চালাই না। এটি আমাদের এজেন্ডায় নেই।” গত কয়েক মাস ধরে আফগানিস্তানে চরম উগ্রপন্থি দায়েশ সন্ত্রাসীদের তৎপরতা বেড়েছে।