আপনি আছেন » প্রচ্ছদ » খবর

ইতিহাসে নেইমার, স্বর্ণ পদক থেকে একধাপ দূরে ব্রাজিল

ইতিহাসে জায়গা করে নিলেন নেইমার। অলিম্পিক্স ফুটবলে দ্রুততম গোল করে রেকর্ড গড়লেন এই ব্রাজিলিয়ান তারকা। সঙ্গে দেশকে অলিম্পিক সোনার খুব কাছাকাছি নিয়ে চলে গেলেন।

এদিন, খেলা শুরুর মাত্র ১৫ সেকেন্ডের মাথায় গোল করে রেকর্ড গড়েন বার্সেলোনার ফুটবলারটি। দুটি গোল করে দলকে ফাইনালে নিয়ে যান বার্সার এই তারকা। সেমিফাইনালের এই ম্যাচে হন্ডুরাসকে সব মিলিয়ে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। ম্যাচের শুরু আর অতিরিক্ত সময়ে গোল করেন নেইমার। শেষের গোলটি পেনাল্টি থেকে পাওয়া। আরও দুটি গোলের পিছনেও তাঁর অবদান রয়েছে।

হন্ডুরাসের বিরুদ্ধে এ দিন ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যান নেইমাররা। দ্বিতীয়ার্ধে আসে আরও তিনটি গোল। নেইমারের মত দুটি গোল করেন পালমেইরাসের তরুণ উইঙ্গার গ্যাব্রিয়েল জেসুসও। বাকি দুটি গোল করেছেন মারকুইনহোস ও লুয়ান।