আপনি আছেন » প্রচ্ছদ » খবর

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শোচনীয় ভাবে হারলো ভারত!

রাহানে-ধোনির হাফ সেঞ্চুরির পরও ম্যাচ বাঁচল না। ১৯০ রানের টার্গেট তাড়া করতে গিয়ে মুখ থুবড়ে পড়ল টিম ইন্ডিয়া। চতুর্থ একদিনের ম্যাচে ১১ রানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারল ভারত। ভারতের এই হারের পেছনে ভারতের ধীর ব্যাটিংকেই দায়ী করা হচ্ছে। অভি‌যোগ মূলত ধোনির বিরুদ্ধেই। হাফ সেঞ্চুরি করতে তিনি একশো বল খেলে ফেলেন। ভারতেই ব্যাটিং অর্ডারে কাঁপুনি ধরিয়ে দেন জেসন হোল্ডার। মাত্র ২৭ রান দিয়ে তিনি ৫ উইকেট তুলে নেন। ভারতের একমাত্র সান্তনা এখনও তারা ২-১ এগিয়ে। ভারতের বিরুদ্ধে ব্যাট করতে নেমে নড়বড়ে ব্যাটিং লাইনআপ নিয়েও ওয়েস্ট ইন্ডিজ ১৮৯ রান তোলে। ফলে মাত্র ১৯০ রানের টার্গেট ভারতের কাছে তেমন শক্ত ছিল না।

কিন্তু ওয়েস্ট ইন্ডিজ পেস সামাল দিতে গিয়ে ভারতেীয় ব্যাটিং ভীষণ স্লো হয়ে ‌যায়। এদিন টিম ইন্ডিয়ার প্রথমসারির ব্যাটসম্যানরা একে একে ফিরে আসেন। শিখর ধাওয়ান, বিরাট কোহলি, দীনেশ কার্তিক ক্রিজে থিতু হওয়ার আগেই পড়ে ‌যান। তিন্তু অজিঙ্ক রাহানে ও ধোনি থাকায় অনেকটাই ভরসা ছিল। দুজনেই অর্ধশতরান করেন কিন্তু খেলে ফেলেন বিস্তর বল। ফলে ম্যাচ হাতছাড়া হয়ে ‌যায়। চতুর্থ এই একদিনের ম্যাচে সবচেয়ে আশ্চ‌র্যের বিষয় হল, শেষ পাঁচ ওভারের ভারতের জেতার জন্য প্রয়োজন ছিল মাত্র ৩১ রান। তার পরেও তা তুলতে পারেননি হার্দিক পান্ডিয়া ও মহেন্দ্র সিং ধোনি। ৪৯ ওভার ও ৪ বল খেলে ১৭৮ রানেই গুটিয়ে ‌যায় ভারত।