আপনি আছেন » প্রচ্ছদ » খবর

৫০ মেগাপিক্সেলের ক্যামেরার ফোন নিয়ে ফিরছে নোকিয়া

২০১৬ সালে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন নিয়ে ফের বাজারে আসছে নোকিয়া। প্রতিষ্ঠানটি এখন বেশ কয়েকটি কনসেপ্ট তৈরি এবয়ং উপস্থাপন করেছে।  এসব ফোনের ডিজাইন এবং কনফিগারেশন দুর্দান্ত। এটির মধ্যে একটি ফোন হলো নোকিয়া ম্যাকলরেন। ফোনটিতে থাকছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা।

নোকিয়া ম্যাকলরেন নামের এই কনসেপ্ট ফোনটি লুমিয়া ১০২০ এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বাজারে লুমিয়া ১০২০ বেশ জনপ্রিয়তা পায়। এরই ধারাবাহিকতায় এটিকে নতুন কলেবরে ফের বাজারে আনা হচ্ছে।

এতে থাকছে থ্রিডি টাচ সম্বলিত ৫ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লেতে থ্রিডি টাচ আইডি ব্যবহার করা হয়েছে। ফোনের রিয়ারে ৫০ মেগাপিক্সেলের জেইস প্রিভিউ ক্যামেরা সেন্সর রয়েছে। 
 
নকিয়ার এই ফোনটি এলিফ্যান্ট গ্রেইস বডিতে তৈরি। রিয়ার প্যানেলের ঠিক মাঝখানে গোলাকৃতির ক্যামেরা স্থাপন করা হয়েছে।

ম্যাক লরেন নামের এই ফোনটিতে থাকছে ৬ জিবি র‌্যাম। ব্যাটারি হবে ৪০০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের। 

২০১৬ সালে এটি বাজারে ছাড়বে নোকিয়া ।