শীঘ্রই দেখা মিলতে পারে ৬ গিগাবাইট র্যামের স্মার্টফোনের। চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান লিটিভি এই স্মার্টফোনটি বাজারে আনবে। ম্যাক্স ২ নামের এই স্মার্টফোনটিই হবে ৬ গিগাবাইট র্যামের প্রথম অ্যান্ড্রয়েড ফোন। ৬ গিগাবাইট র্যামের পাশাপাশি এতে থাকতে পারে ৫.৭ ইঞ্চি ২কে কোয়াড এইচডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮২০ চিপসেট।
এছাড়া এতে থাকতে পারে ২৩ ,এগাপিক্সেল ক্যামেরাও। ৬ গিগাবাইট র্যামের জন্য এতে থাকবে ১.৫ গিগাবাইটের চারটি র্যাম মডিউল। তবে স্মার্টফোনটির ব্যাপারে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি লিটিভি। যদিও ধারণা করা হচ্ছে এ বছরের শেষের দিকে এটি বাজারে আসতে পারে।