ফোনটির মূল স্ক্রিনের পাশপাশি রয়েছে আরও একটি ছোট্ট স্ক্রিন। এর আকার ১.৭৬ ইঞ্চি। এখানে দেখা যাবে বিভিন্ন ধরনের নোটিফিকেশন। এই স্ক্রিন থেকেই তা খুলে দেখা যাবে। কালো, সাদা ও পিঙ্ক-গোল্ড রঙে আপাতত তিনটি মডেল আনা হচ্ছে। সূত্রের খবর ফোনটির দাম করা হয়েছে ১২,৯৯৯ টাকা।
ফিচারস
নেটওয়ার্ক- জিএসএম,এলটিই
সিম-ডুয়েল সিম, ডুয়েল স্ট্যান্ডবাই, ন্যানো সিম
স্ক্রিন-৪.৯৩ ইঞ্চি
রেজলিউশন-৭২০ x ১২৮০ পিক্সেল
দ্বিতীয় স্ক্রিন-১.৭৬ ইঞ্চি
রেজলিউশন- ৮০ x৫২০ পিক্সেল
প্লাটফর্ম- অ্যান্ড্রয়েড ৬.০ মার্শেমালো
প্রসেসর-স্যাপড্রাগন ৪১০
মেমোরি-ইনবিল্ট মেমোরি ১৬ জিবি। বাড়ানো যাবে ২৫৬ জিবি পর্যন্ত
র্যাম-২ জিবি
ক্যামেরা-ফ্রন্ট ক্যামেরা ৫ মেগা পিক্সেল। ব্যাক ক্যামেরা ১৩ মেগা পিক্সেল।
জ্যাক-৩.৫ এমএম
ব্লু টুথ-ভি ৪.১, ওয়াই ফাই
ব্যাটারি-২৩০০ এমএএইচ
রঙ- ব্লাক, হোয়াইট, পিঙ্ক-গোল্ড