আপনি আছেন » প্রচ্ছদ » খবর

২টি আলাদা স্ক্রিনের স্মার্টফোন নিয়ে হাজির হলো এলজি

ফোনটির মূল স্ক্রিনের পাশপাশি রয়েছে আরও একটি ছোট্ট স্ক্রিন। এর আকার ১.৭৬ ইঞ্চি। এখানে দেখা ‌যাবে বিভিন্ন ধরনের নোটিফিকেশন। এই স্ক্রিন থেকেই তা খুলে দেখা ‌যাবে। কালো, সাদা ও পিঙ্ক-গোল্ড রঙে আপাতত তিনটি মডেল আনা হচ্ছে। সূত্রের খবর ফোনটির দাম করা হয়েছে ১২,৯৯৯ টাকা।

ফিচারস

নেটওয়ার্ক- জিএসএম,এলটিই

সিম-ডুয়েল সিম, ডুয়েল স্ট্যান্ডবাই, ন্যানো সিম

স্ক্রিন-৪.৯৩ ইঞ্চি

রেজলিউশন-৭২০ x ১২৮০ পিক্সেল

দ্বিতীয় স্ক্রিন-১.৭৬ ইঞ্চি

রেজলিউশন- ৮০ x৫২০ পিক্সেল

প্লাটফর্ম- অ্যান্ড্রয়েড ৬.০ মার্শেমালো

প্রসেসর-স্যাপড্রাগন ৪১০

মেমোরি-ইনবিল্ট মেমোরি ১৬ জিবি। বাড়ানো ‌যাবে ২৫৬ জিবি প‌র্যন্ত

র‍্যাম-২ জিবি

ক্যামেরা-ফ্রন্ট ক্যামেরা ৫ মেগা পিক্সেল। ব্যাক ক্যামেরা ১৩ মেগা পিক্সেল।

জ্যাক-৩.৫ এমএম

ব্লু টুথ-ভি ৪.১, ওয়াই ফাই

ব্যাটারি-২৩০০ এমএএইচ

রঙ- ব্লাক, হোয়াইট, পিঙ্ক-গোল্ড