আজ ৩১ ডিসেম্বর শনিবার ডট বাংলা ডোমেইন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জনসাধারণের ব্যবহারের জন্য এটি বিতরণ শুরু হয়েছে।
ডোমেইনটি পরিচালনার দায়িত্বে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। এ সংস্থার কর্মকর্তারা জানান, দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে গত ৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জন্য ডোমেইনটি বরাদ্দ পাওয়া যায়। জনসাধারণের মাঝে এটি বিতরণের সব প্রস্তুতি সম্পন্ন ইতোমধ্যে হয়েছে।
বাংলাদেশ ছাড়াও ডট বাংলা ডোমেইনের জন্য আবেদন করেছিল ভারতের পশ্চিমবঙ্গ এবং সিয়েরা লিওন ল্যাবেল। এর আগে বাংলাদেশের জন্য ডট বিডি নামের ডোমেইন অনুমোদন দেয় আইসিএএএন। বাংলা ওয়েব সাইটের জন্য টপ লেভেল ডোমেইন দেশ হিসেবে বাংলাদেশ দ্বিতীয়।