আপনি আছেন » প্রচ্ছদ » খবর

জিমেইল একাউন্ট হ্যাক হয়েছে কিনা বুঝবেন যেভাবে

প্রায় প্রতিদিন হ্যাকিংয়ের খবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আস্তে থাকে। এরকম পরিস্থিতিতে নিজের ইমেল আইডি সুরক্ষিত রাখবেন কী করে তা সকলেরই জেনে রাখা উচিৎ।

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইমেল পরিষেবা হচ্ছে জিমেল। আপনার কী জিমেল অ্যাকাউন্ট রয়েছে ? তাহলে আপনার জন্য এটা জানা অত্যন্তা জরুরি।

আপনার অ্যাকাউন্ট কী আপনার অজান্তে অন্য কেউ ব্যবহার করছেন ? জানবেন কী করে ? জিমেলে বেশ কয়েকটি টুলস রয়েছে যার সাহায্যে আপনি আপনার অ্যাকাউন্ট লক করতে পারবেন। এর সাহায্যে আপনি জানতেন পারবেন কোন সময়, কোন ব্রাউজার ও কোন আইপি অ্যাড্রেস থেকে আপনার জিনেল অ্যাকাউন্ট খোলা হয়েছিল। এর মাধ্যমে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা সম্ভব।

প্রথম অ্যাকাউন্টটি খুলে স্ক্রোল ডাউন করুন। একদম নীচে ডিটেলসের একটি আইকন দেখতে পারবেন। এই আইকনে ক্লিক করলে একটি পপ আপ উইন্ডো খুলে যাবে যাতে অ্যাক্টিভিটি ইনফরমেশন দেখা যাবে। এখান থেকে আপনি জানতে পারবেন কোন সময়, কোন জায়গা থেকে ও কত সময়ের জন্য আপনার  ইমেল ব্যবহার করা হয়েছে। আপনার বাড়ি ও অফিসের আইপি অ্যাড্রেস মিলিয়ে দেখলেই বুঝতে পারবেন অন্য কোনও জায়গা থেকে আপনার ইমেল আইডি ব্যবহার করা হয়েছে কিনা।

অ্যাক্টিভিটি উইন্ডোর মাধ্যমে আপনার জিমেল যদি অন্য কোনও জায়গা থেকে খোলা থাকে তাহলে লগ আউট করতে পারবেন। এবং সঙ্গে সঙ্গে আপনার পাসওয়ার্ড বদলে ফেলুন।