আপনি আছেন » প্রচ্ছদ » খবর

বছরের ২য় শিরোপা জিতল বার্সা

মেসি-নেইমার-সুয়ারেস জুটিতে কিংস কাপের শিরোপা ঘরে তুললো বার্সালোনা। গতকাল শনিবার বার্সালোনার মাঠ ন্যূ ক্যাম্পে কোপা দেল রের ২৩ বারের চ্যাম্পিয়ন আতলেটিকো বিলবাওকে ৩-১ ব্যবধানে হারিয়ে বছরের ২য় শিরোপার স্বাদ নেন লুইস এনরিকের শিষ্যরা। শিরোপা লড়াইয়ের শেষ ম্যাচে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলে স্বাগতিকরা। ১০ম মিনিটেই জালে বল জড়ান নেইমার। তবে অফসাইডের কারণে বাতিল হয় সেটি। ১৯ মিনিটের মাথায় একক প্রচেষ্টায় গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি। প্রতিপক্ষের রক্ষণভাগের ৪ জনকে কাটিয়ে বাম পায়ের বাঁকানো শটে গোলরক্ষকে পরাস্ত করেন ৪ বারের ফিফা বর্ষসেরা এই ফুটবলার। মেসির অসাধারণ গোলের পর রক্ষণভাগ সামলাতে ব্যস্ত হয়ে পড়ে অতিথিরা। ২৭ মিনিটে বার্সার পর পর ২টি আক্রমণে বিপদ থেকে রক্ষা পায় তারা। প্রথমবার জেরার্দ পিকেকে হতাশ করেন অতিথি দলের গোলরক্ষক। এরপরই অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় নেইমারের শট। ম্যাচের ৩৬ মিনিটের মাথায় ব্যবধান বাড়ায় ব্রাজিলিয়ান তারকা নেইমার। মেসির সাজানো বল ইভান রাকিতিচ হয়ে সুয়ারেসের পায়ে যায়। তাকে ঠেকাতে এগিয়ে যায় অতিথি গোলরক্ষক; এমন সময় নেইমারের দিকে বল বাড়ান সুয়ারেস। আর ফাঁকা জালে বল পাঠাতে কোনো ভুল করেননি ওই ব্রাজিলিয়ান তারকা। ৪২ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় বিলবাও। ইনাকি উইলয়ামসের শট বার্সার ক্রসবারে ফিরলে হতাশ হয় অতিথিরা। ৪৪ মিনিটে মেসির ফ্রি-কিক শট আটকে দেন বিলবাও গোলরক্ষক। ম্যাচের ৭৪ মিনিটের মাথায় দানি আলভেসের পাস থেকে বল জালে পাঠিয়ে বার্সেলোনার শিরোপা নিশ্চিত করেন মেসি। ৭৯ মিনিটের মাথায় গোলের ব্যবধান কমান তরুণ স্ট্রাইকার ইনাকি উইলিয়ামস। দ্বিতীয়ার্ধে ইনিয়েস্তার বদলে মাঠে নামেন জাভি। ন্যূ কাম্পে বার্সার হয়ে নিজের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করার সুযোগ পেয়েছিলেন তিনি। তার ফ্রি-কিক প্রতিপক্ষের বারে লেগে ফিরে গেলে ব্যর্থ হন তিনি। মেসি, নেইমার ও সুয়ারেসে গড়া আক্রমণভাগের অসাধারণ নৈপুণ্যে গত কয়েক মাসে অপরাজেয় হয়ে উঠেছে বার্সেলোনা। চলতি মৌসুমে এই পর্যন্ত ১২০টি গোল করেছেন এই ত্রয়ী। গত সপ্তাহে লা লিগা শিরোপা ঘরে তুলেছিল বার্সালোনা। সপ্তাহের শুরুতেই কোপা দেল রের শিরোপাও ঘরে তুলল দলটি। এতে ট্রেবল জয়ের আরও কাছাকাছি পৌঁছে গেছে লুইস এনরিকের শিষ্যরা। ট্রেবল জয়ের জন্য তাদের লড়তে হবে জুভেন্তুসের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে তারা।