আপনি আছেন » প্রচ্ছদ » খবর

ঘরে বসে তৈরী করুন শ্রীমঙ্গলের ৭রঙের চা

শ্রীমঙ্গলের ৭ রঙের চায়ের কথা শোনেননি এমন মানুষ খুব কমই আছেন, কেউ বা খেয়েছেন। কিন্তু বাড়িতে কেউ বানিয়েছেন কি? আসুন দেখে নেওয়া যাক কি করে বানাবেন ৭ রং এর চা।

প্রথমে ১ টেবিল চামচ চিনির সাথে ২ টেবিল চামচ পানি মিশিয়ে সিরা করে নিতে হবে।

পরিমাণ মতো পানি এবং চা tea পাতা চুলায় জ্বাল দিয়ে লিকার তৈরী করে নিন।

১ টেবিল চামচ লিকার ও ১ চামচ সিরা মিশিয়ে রাখুন।

তারপর ২ টেবিল চামচ কনডেন্স মিল্কের সাথে ১ টেবিল চামচ লিকার মিশিয়ে নিতে হবে।
তারপর একটা কাপে প্রথমে প্লেইন সিরা ঢেলে নিয়ে ২০ সেকেন্ড পরে সিরা মেলানো লিকার টা দিতে হবে। এর ৩০ সেকেন্ড পরে কনডেন্স মিল্কের milk মিশ্রন দিতে হবে। তার ১ মিনিট পর বাকি লিকারটুকু গরম করে একদম কাপের ধার ঘেষে আস্তে আস্তে ঢালতে হবে। দেখুন সহজেই তৈরী ৭ লেয়ার চা।