আপনি আছেন » প্রচ্ছদ » খবর

তৈরি করুন জবা ফুলের হেয়ার কালার

বর্তমানে অনেকেই হেয়ার ডাই ব্যবহার করেন। কিন্তু রাসায়নিক মুক্ত হেয়ার ডাই ব্যবহার করা উচিৎ। কারণ হেয়ার ডাই এর কারণে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা যেতে পারে। সংবেদনশীল ত্বকের অধিকারীদের জন্য এটি অনেক বেশি ক্ষতিকর হতে পারে। সেকারণেই আজ আমরা সবচেয়ে ভালো প্রাকৃতিক হেয়ার ডাই তৈরির উপায় জানবো।

জবা ফুলের চা তৈরি করে সেটি চুলে ব্যবহার করতে পারেন। এটি সবচেয়ে সহজ উপায়। তবে সবচেয়ে কার্যকরী হচ্ছে জবার ক্রিম ডাই ব্যবহার করা।

জবা ফুল মাথার তালু ও চুলকে স্বাস্থ্য উজ্জ্বল করতে চমৎকারভাবে কাজ করে। জবা ফুল বিভিন্ন রঙের হয়। তবে হেয়ার ডাই হিসেবে জবার সবচেয়ে ভালো এবং জনপ্রিয় রঙ হচ্ছে লাল। জবা ফুলের হেয়ার ডাই তৈরির উপায়টি জেনে নিই চলুন।

প্রয়োজনীয় উপকরণ: ৩ টেবিলচামচ কোকোয়, ২ টেবিলচামচ জেলাটিন, ২ টেবিলচামচ হেনা গুঁড়ো, জবা চা

জবার চা তৈরির উপায়:

২ কাপ পানি ফুটিয়ে নিন। পানির পাত্রটি তাপ থেকে সরিয়ে নিন এবং এতে ১ কাপ জবা ফুল যোগ করুন। ৫-১০ মিনিট পর ফুলগুলোকে ছেঁকে বের করে নিন। তৈরি হয়ে গেল জবা চা। হেয়ার ডাই হিসেবে ব্যবহার করতে পারেন এই চা। কিন্তু ক্রিমের মত হেয়ার ডাই ব্যবহার করাটা অনেক বেশি কার্যকরী।

জবার হেয়ার ডাই তৈরির উপায়:

১ কাপ জবা চায়ের সাথে জেলাটিনের গুঁড়ো যোগ করুন। ৫ মিনিট পর হালকা তাপ দিলে জেলাটিন গলবে। এর সাথে হেনার গুঁড়ো ও কোকোয়ার গুঁড়ো মিশিয়ে নিন। ব্যাস তৈরি হয়ে গেল জবার হেয়ার ডাই।

যেভাবে ব্যবহার করবেন:

জবার হেয়ার ডাই একটি ব্রাশ দিয়ে আপনার চুলে লাগিয়ে শাওয়ার ক্যাপ পড়ে থাকুন। আপনি আপনার চুলের কাঙ্খিত রঙের জন্য যে সময়টুকু প্রয়োজন সে সময় পর্যন্ত রাখুন এই হেয়ার ডাই। কম রঙিন করতে চাইলে কম সময় রাখুন, বেশি রঙিন করতে চাইলে বেশিক্ষণ রাখুন। আপনার চুলকে প্রাকৃতিকভাবে রাঙাতে ব্যবহার করুন জবার হেয়ার ডাই।


যদি বুঝতে অসুবিধা হয় অথবা কিছু জানতে চান তাহলে কমেন্ট করবেন প্লিজ। আমার এই পোষ্ট টি যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে লাইক,কমেন্ট,এবং শেয়ার করবেন