আপনি আছেন » প্রচ্ছদ » খবর

ঘরেই বানান জলটুপটুপ রসগোল্লা (ভিডিও সহ)

রসগোল্লা দেখলে মুখে জল আসে না এমন মানুষ খুজে পাওয়াই মুশকিল, যারা মিষ্টি খেতে পচ্ছন্দ করেন না তাদের অবস্থাও রীতিমত টুপটুপ অবস্থা। কিন্তু রসগোল্লা বানানো কিন্তু মোটেই সহজ কাজ নয়, অনেক বার প্র্যাকটিস করার পরেই পারফেক্ট রসগোল্লা বানানো যায়। 

কিন্তু একটু লক্ষ্য করে দেখুন,বাড়িতে তৈরি বেশিরভাগ রসগোল্লাই কেমন যেন চ্যাপ্টা হয়ে যায় নিখুঁত গোল না হয়ে। অনেকেরই রসগোল্লার গায়ে কেমন ফাটা ফাটা দাগ হয়,মসৃণ হয় না। অনেকেরটা খেতে স্পঞ্জ রসগোল্লার মত হয়ে যায়। সব মিলিয়ে ঠিক যেন দোকানের মতন রসগোল্লা কিছুতেই তৈরি হয় না বাড়িতে।

কিন্তু কেন? কী সেই রহস্য? সে রহস্যের পর্দা উন্মোচন করতেই আমাদের এই বিশেষ লেখা। দেয়া হলো রসগোল্লা তৈরির সব চাইতে সহজ সেই সিক্রেট রেসিপি, যেটায় আপনার তৈরি রসগোল্লা হবে মিষ্টির দোকানের চাইতেও ভালো ও মজাদার। অনেকেরই ধারণা রসগোল্লা তৈরি করতে হয় একদম তাজা ছানা দিয়ে। জেনে রাখুন,এই তাজা ছানার কারণেই আপনার রসগোল্লা নিখুঁত হয় না একেবারেই!

উপকরন

রসগোল্লার ছানা ১ কাপ (নিচে ছানা তৈরির প্রনালি দেয়া আছে)
চিনি দেড় কাপ
পানি ছয় কাপ
ময়দা দুই চা চামচ
চিনি দুই চা চামচ
এলাচ গুঁড়া পৌনে এক চা চামচ
গোলাপজল এক-দুই চা চামচ (ইচ্ছা)

দেশ বিদেশের নানা রকম রান্নার রেসিপি ও টিপস পেতে লাইক দিন আমাদের পেজ এ, ক্লিক করুন এখানে

প্রণালি

রসগোল্লার ছানা তৈরির উপকরণ

টাকটা দুধ ১ লিটার,সিরকা ৪ টেবিল চামচ

ছানা তৈরির প্রনালি