আপনি আছেন » প্রচ্ছদ » খবর

ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি বার ডাক মেরেছেন যারা

শূন্য রানে মাঠ ত্যাগ করার তালিকার বেশির ভাগই জনপ্রিয় শব ব্যাটসম্যান। নিম্মে তাঁদের তালিকা দেয়া হলঃ

সনাথ জয়সুরিয়া – ৩৪টি

সনাথ শ্রীলঙ্কার সাবেক অল-রাউন্ডার। তাঁর ছন্দনাম মাস্টার ব্লাস্টার। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ওডিআই খেলোয়াড় হিসেবে বিখ্যাত হয়। অন্যদিকে ওডিআই ক্রিকেটে সবচেয়ে শূন্য রানের রেকর্ডটা তাঁর দখলে। আন্তর্জাতিক ক্রিকেটে জয়সুরিয়া সর্বমোট ৩৪ বার শূন্য রানে মাঠ ছেড়েছেন।

 

 শহীদ আফ্রিদি – ৩০ বার

পাকিস্তানের খেলোয়াড় আফ্রিদি, বুম বুম আফ্রিদি নামে যিনি বিশেষ ভাবে পরিচিত। ওডিআই ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারলেও দ্বিতীয় সর্বোচ্চ শূন্য রানও তাঁর দখলে। তিনি এই পর্যন্ত ৩০ বার শূন্য রান আউট হয়েছেন।

 

 

ওয়াসিম আকরাম – ২৮ বার

সুলতান অফ সুইং নাম খ্যাঁত পাকিস্তানের সাবেক বোলার ওয়াসিম আকরাম আছেন তৃতীয় স্থানে। তিনি এই পর্যন্ত ২৮ বার বিনা রানে মাঠ ছেড়েছেন।

 

 

মাহেলা জয়াবর্ধনে – ২৮ বার

শ্রীলঙ্কার সাবেক ডান-হাতি ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনেও ২৮ বার শূন্য রানে মাঠ ছেড়েছেন। শূন্য রানের রেকর্ডে তিনি আছেন চতুর্থতে।

 

 

মুত্তিয়া মুরালিধরন – ২৫ বার

শ্রীলঙ্কান সাবেক ডান-হাতি স্পিনার মুত্তিয়া মুরালিধরনের আবস্থান পঞ্চম নম্বরে। মোট ২৫ বার বিনা রানে মাঠ ত্যাগ করেছেন।

 

 

চামিন্দা ভাস – ২৫ বার

সাবেক শ্রীলঙ্কান পেসার চামিন্দা ভাস আছেন ৬ নম্বরে। তিনি মোট ২৫ বার শূন্য রানে মাঠ ত্যাগ করেছেন।

 

 

রমেশ কালুভিথারানা – ২৪ বার

শ্রীলঙ্কার সাবেক উইকেট কিপার কালুভিথারানা এই তালিকাই আবস্থান করছেন ৭ নম্বরে। সে মোট ২৪ বার বিনা রানে মাঠ ছেড়েছেন।

 

 

লাথিস মালিঙ্গা – ২৩ বার

শ্রীলঙ্কার জনপ্রিয় ডান-হাতি পেসার লাথিস মালিঙ্গা নামও আছে এই তালিকাতে। তাঁর অবস্থান অষ্টম নম্বরে। তিনি মোট ২৩ বার বিনা রানে মাঠ ত্যাগ করেছেন।

 

 

ড্যানিয়েল ভেটোরি – ২৩ বার

নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার ড্যানিয়েল ভেটোরি  নামও এই তালিকাই অন্তর্ভুক্ত রয়েছে। তিনি এই তালিকাই আছে ৯ নম্বরে। তিনিও মোট ২৩ বার বিনা রানে মাঠ ত্যাগ করেছেন।

 

ক্রিস গেইল – ২৩ বার

টি-২০ ক্রিকেটে জনপ্রিয় ক্যারিবিয়ান মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল ১০ জনের মধ্যে এই তালিকায় রয়েছেন। তিনি মোট ২৩ বার শূন্য রানে মাঠ ত্যাগ করেছেন।