আপনি আছেন » প্রচ্ছদ » খবর

পাকিস্তান বনাম বিশ্ব একাদশ লাইভ দেখবেন যে চ্যানেলে

অনেক দিন ধরেই  পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া চেস্টা চালাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই চেষ্টার বড় একটা ফলাফল সামনে এসে দাঁড়িয়েছে পিসিবির। বিশ্ব একাদশের বিরুদ্ধে আজ রাত ৮টার সময় ৩ ম্যাচ সিরিজের ১ম টি২০ ম্যাচ খেলতে মাঠে নামবে পাকিস্তান দল। চলুন দেখে নেওয়া যাক কখন, কোথায় এবং কোন চ্যানেলে দেখা যাবে বিশ্ব একাদশের বিপক্ষে পাকিস্তান দলের এই ক্রিকেটযুদ্ধ।

টি-টোয়েন্টি সিরিজের সবকটা ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ১২, ১৩ ও ১৫ তারিখে। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি (বাংলাদেশ), টেন স্পোর্টস, পিটিভি স্পোর্টস (পাকিস্তান), ইয়ুপ টিভি (মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা), ডি স্পোর্টস (ভারত), প্রাইম টিভি (যুক্তরাজ্য), উইল টিভি (যুক্তরাষ্ট্র), ডায়লগ (শ্রীলঙ্কা), সুপার স্পোর্টস (আফ্রিকা), ক্রিকেট গেটওয়ে (অনলাইন লাইভ স্ট্রিমিং), রেডিও পাকিস্তান-১০৬.২ এফএম (রেডিও)।

বিশ্ব একাদশের হয়ে খেলতে ইতোমধ্যেই পাকিস্তান পৌঁছেছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। বিশ্ব একাদশের অপর ক্রিকেটাররা হলেন- ফাফ ডু প্লেসি, হাশিম আমলা, ড্যারেন স্যামি, পল কলিংউড, স্যামুয়েল বদ্রি, জর্জ বেইলি, বেন কাটিং, গ্র্যান্ট ইলিয়ট, ডেভিড মিলার, মরনে মরকেল, টিম পেইন, থিসারা পেরেরা ও ইমরান তাহির।