অনেক সময় নেইল পলিশ লাগাতে গিয়ে এর কিছুটা মেঝেতে পড়ে যায়। আবার কখনো কখনো পুরো বোতলটাই ভেঙ্গে গুঁড়ো হয়ে মেঝেতে নেইল পলিশ ছড়িয়ে ছিটিয়ে যায়। মেঝেতে নেইল পলিশ পড়ে গেলে সেটা ওঠানো খুবই ঝক্কি-ঝামেলার ব্যাপার। আজ জেনে রাখুন, খুব সহজেই মেঝে থেকে নেইল পলিশ ওঠানোর আছে একটি ভীষণ সহজ উপায়। আর তার জন্য লাগবে অল্প একটু চিনি! মেঝেতে নেই পলিশ পড়ে গেলে যেই স্থানে নেইলপলিশ পড়েছে সেখানে সঙ্গে সঙ্গে চিনি ছড়িয়ে দিন। কিছুক্ষণ পর একটি ব্রাশ দিয়ে ঘষে কাপড় দিয়ে মুছে ফেলুন। নেইলপলিশ উঠে আসবে খুব সহজেই।