আপনি আছেন » প্রচ্ছদ » খবর

কুসুম দোলা-কে ছাড়িয়ে শীর্ষে রানী রাসমণি, দেখুন সেরা ১০ সিরিয়াল

গত সপ্তাহে শীর্ষস্থানটি দখলে ছিল ‘কুসুমদোলা’-র কিন্তু এ সপ্তাহে আবারও সেরা ‘রাণী রাসমণি’। জেনে নিন কোন ধারাবাহিকগুলি রয়েছে সেরা ১০ তালিকায়।
জি বাংলা-র ‘রাণী রাসমণি’ ক্রমশই অপ্রতিরোধ্য হয়ে উঠছে। সন্ধে সাড়ে ছ’টার স্লটের এই ধারাবাহিকটি এই সপ্তাহে বাংলা টেলিভিশনের সেরা ধারাবাহিক ১৫+ আরবান রেটিংয়ে। বলতে গেলে হাড্ডাহাড্ডি লড়াই চলছে এখন স্টার জলসা-র ‘কুসুমদোলা’-র সঙ্গে। গত সপ্তাহে ‘কুসুমদোলা’ ছিল শীর্ষে ও দ্বিতীয় স্থানে ছিল ‘রাণী রাসমণি’। এই সপ্তাহে স্থান বদল ঘটেছে।
এই বিষয়ে অন্যান্য খবর
কীভাবে সাজানো হয় ‘রাণী রাসমণি’-কে, দেখে নিন
‘ভজগোবিন্দ’-র ১০০ এপিসোড, রইল হই-চই আনন্দের অ্যালবাম
নীচে রইল সেরা ১০ ধারাবাহিকের সম্পূর্ণ তালিকা রেটিং সহ—
১. ‘রাণী রাসমণি’ / জি বাংলা (১০.৩)
২. ‘কুসুমদোলা’ / স্টার জলসা (১০.০)
৩. ‘ভজগোবিন্দ’ / স্টার জলসা (৯.৪)
৪. ‘রাখিবন্ধন’ / স্টার জলসা (৯.৪)
৫. ‘খোকাবাবু’ / স্টার জলসা (৮.৫)
৬. ‘কে আপন কে পর’ / স্টার জলসা (৭.৯)
৭. ‘স্ত্রী’ / জি বাংলা (৬.৭)
৮. ‘প্রতিদান’ / স্টার জলসা (৬.৬)
৯. ‘জয় কালী কলকত্তাওয়ালি’ / স্টার জলসা (৬.০)
১০. ‘স্বপ্ন উড়ান’ / স্টার জলসা (৬.০)
এই সপ্তাহটিই ‘স্বপ্ন উড়ান’-এর শেষ টিআরপি কারণ ইতিমধ্যেই ৪ সেপ্টেম্বর থেকে ওই স্লটে শুরু হয়ে গিয়েছে ব্লুজ-এর ‘আদরিণী’। আগামী সপ্তাহের টিআরপি তালিকায় বোঝা যাবে প্রথম সপ্তাহে কতটা ভাল ফল করল এই নতুন ধারাবাহিক। এমনিতে ব্লুজ-এর সব ধারাবাহিকেরই রেটিং ভাল। এ সপ্তাহের সেরা ১০-এ মোট ৪টি ধারাবাহিক রয়েছে ব্লুজ-এর। ‘ভজগোবিন্দ’, ‘রাখিবন্ধন’, ‘খোকাবাবু’ এবং ‘স্ত্রী’— এই চারটিই এই প্রযোজনা সংস্থার। এবং এই চারটি ধারাবাহিকেরই চিত্রনাট্যকার ব্লুজ-এর কর্ণধার স্নেহাশিস চক্রবর্তী।

খবর -এবেলা ডট ইন