আপনি আছেন » প্রচ্ছদ » খবর

অফলাইনেও ব্যবহার করতে পারবেন ফেসবুক!

‘অফলাইন মোড’ চালু করছে ফেসবুক কর্তৃপক্ষ। যা চালু হলে ইন্টারনেট ছাড়া বা অনেক কম গতির ইন্টারনেটে ফেসবুক ব্যবহারকারীরা নিউজ ফিড পড়া ও পোস্টে মন্তব্য করতে পারবেন।

এএফপির খবর অনুযায়ী,  উন্নয়নশীল দেশগুলোতে এবং টুজি নেটওয়ার্কের আওতায় থাকা মানুষের জন্য ফেসবুকের বিশেষ সংস্করণ নিয়ে পরীক্ষা চালাচ্ছে কর্তৃপক্ষ। এতে ফেসবুকে আগে থেকে ফোনে ডাউনলোড হয়ে থাকা নিউজ ফিড পড়ে দেখার সুযোগ পাবেন ব্যবহারকারী।

নতুন সংস্করণ অনুযায়ী, যদি ইন্টারনেট ছাড়া  কোনো মন্তব্য ফেসবুকে পোস্ট করা হয় তবে ইন্টারনেট সংযোগের আওতায় এলে ওই মন্তব্যটি অনলাইনে পোস্ট হয়ে যাবে। অল্প কিছু দিনের মধ্যেই ‘অফলাইনে নিউজ ফিড’ ফিচারটি নিয়ে পরীক্ষা চালাতে পারে ফেসবুক কর্তৃপক্ষ।