সান ফ্রান্সিসকোর বিল গ্রাহাম সিভিক অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে বহু প্রতীক্ষিত আইফোন-৭ এবং আইফোন ৭ প্লাস প্রকাশ করলেন অ্যাপল-এর সিইও টিম কুক ৷ পাশাপাশি আই ওয়াচ ২ লঞ্চ করা হয় এদিন ৷ লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে তা বিশ্বের বাজারে নিয়ে আসেন টিম কুক ও তার সঙ্গীরা।সদ্য উদ্বোধন হওয়া এই ফোনটি অ্যাপলের সর্বাধুনিক ফোন। আইফোন-৬ মুক্তি পাওয়ার এক বছরের মধ্যে আজ মুক্তি পেতে চলেছে অ্যাপলের এই নতুন ফোন ৷ আইফোন ৭ নিয়ে গ্যাজেট প্রেমিদের মধ্যে উৎসাহ তুঙ্গে ৷
নতুন এই ফোনটিতে রয়েছে অত্যাধুনিক একগুচ্ছ ফিচার্স ৷ আইফোন ৭-এ থাকছে ৪.৭ ইঞ্চি স্ক্রিন ৷ আইফোন ৭ প্লাসে থাকছে ৫.৫ ইঞ্চি স্ক্রিন ৷ দুটোতেই থাকছে প্রেসার সেনসেটিভ হোম বাটন ৷ থাকছে হেলথ টুলস অ্যাক্টিভিটি ৷ আইফোন ৭ প্লাসে থাকছে ডুয়েল ক্যামেরা ৷ অন্যদিকে আইফোন ৭-এ রয়েছে হিউম্যান রেজলিউশন আই ক্যামেরা ৷ ভারতে আইফোন ৭-এর দাম শুরু হচ্ছে ৬০ হাজার টাকা থেকে ৷
দুটি রঙে পাওয়া যাবে iPhone 7। গ্লসি ব্ল্যাক জাস্ট ব্ল্যাক। আইফোন ৭ -এর বডি ১ মিলিমিটার পাতলা হতে চলেছে। আইফোন -৭ ও আইফোন-৭ প্লাস ফোনটিতে স্টোরেজ হল ৩২ জিবি, ১২৮ জিবি এবং ২৫৬ জিবি ৷
iPhone 7 ধুলো ও জল নিরোধক ৷ বাজারে আত্মপ্রকাশ করার সঙ্গে সঙ্গেই শোরগোল ফেলে দিয়ে iPhone 7 ৷ একই ভাবে আই ওয়াচ ২ নিয়েও আগ্রহ ছিল সবার। এটিতেও একাধিক নতুন ফিচার্স রয়েছে। এই ঘড়িতে থাকবে ম্যাপ। এর সাহায্যে বর্তমান ও অতীত অবস্থান জানা যাবে। ‘পোকেকন গো’ খেলার সুয়গ থাকবে আই ওয়াচ ২-এ ৷