২০১৭ সালে এন্ড্রয়েড নিয়ে ফিরে আসার ঘোষণা দেয় ফোন নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়া। নোকিয়া ফিরে আসার ঘোষণা দেওয়ার পর এবার প্রকাশ হলো তাদের আপকামিং ফোন এক্সপ্রেস মিউজিক NX2017। ২জিবি ও ৩জিবি র্যাম এর ২টি ভার্শনের সম্ভাব্য দাম ধরা হয়েছে যথাক্রমে ১৫০ ডলার ও ২০০ ডলার। থাকছে ১৩ মেগা পিক্সেলের ক্যামেরা ও ৫ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। ৩ জিবি ভার্শনে থাকছে সাড়ে ৫ ইঞ্চি ডিসপ্লে। প্রসেসর হিসেবে থাকছে ১.৪ গিগাহার্জের অক্টাকোর স্ন্যাপ ড্রাগন প্রসেসর।