পানিরোধী ফোন আনছে সনি
Xperia সিরিজের Z3+ মডেলের নতুন স্মার্টফোন বাজারে আনছে সনি। নয়া এই ফোন পানির তলাতেও সমানে কাজ করতে সক্ষম।
কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, আগামী মাসের প্রথম দিকেই বিশেষ প্রযুক্তির পানিরোধী এই ফোনটি বাজারে আনা হবে।
ছবি সংগৃহীত
ভারতের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, নয়া এই ফোনটির অপারেটিং সিস্টেমে রয়েছে সর্বাধুনিক অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ ভার্সন। রয়েছে ১.৫ গিগাহার্জ প্রসেসর ও ৩ জিবি ব়্যাম৷ এছাড়া, ফোনটিতে সামনের ও পেছনের ক্যামেরা তো থাকছেই।
পেছনের ক্যামেরা হচ্ছে ২০.৭ মেগাপিক্সেলের আর সামনের ক্যামেরা হচ্ছে ৫ মেগাপিক্সেল। একইসঙ্গে নয়া এই মডেলে রয়েছে ৩২ জিবি ইন্টারনাল মেমোরি।
সনি সূত্র জানিয়েছে, ব্যবহারকারী চাইলে এই মেমোরিকে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়াতে পারবেন। ৫.২ ইঞ্চি এইচডি স্ক্রিনের এই মডেলে এছাড়া রয়েছে ২৯৩০ এমএএইচ ব্যাটারি। তবে নতুন এই ফোনটি দাম কত হবে তা এখনো জানানো হয়নি।