আপনি আছেন » প্রচ্ছদ » খবর

খাসির মাংসের 'শাহী মাটন চাপ'

উপকরণঃ

খাসির চাপের মাংস দেড় পাউন্ড।
বাটা পেঁয়াজ ৩ টেবিল চামচ।
দুই থেকে তিনটি শুকনা মরিচ।
মরিচের গুঁড়া এক চা চামচ।
থেঁতো করা রসুন ৭ থেকে ৮ কোয়া।
মিহি করে আদা বাটা এক চা চামচ।
১ চা চামচ গরম মশলা গুড়া।
৮/১০ টি কাঠ বাদাম।
৩ থেকে ৪ টেবিল চামচ দুধ।
১ চা চামচ গোলাপজল।
২ টেবিল চামচ ঘি।
২ টেবিল চামচ তেল।
লবণ পরিমাণমতো।

প্রস্তুত প্রণালী

বাদাম বেঁটে দুধের সাথে মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করে রেখে দিন।
পেঁয়াজ কুঁচি ভেজে রাখুন।
দইয়ের সাথে গোলাপ জল, গরম মশলা ও শুকনা মরিচ ছাড়া সব মশলা মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।
এরপর একটি ফ্রাই প্যানে তেল গরম করুন।
তেলে শুকনা মরিচ ছেড়ে দিন। এরপর একে একে চাপের মাংস গুলো তেলে দিয়ে অল্প আঁচে প্রায় ৪৫ মিনিট ঢেকে চুলায় রাখুন।
এরপর দই-মশলার মিশ্রণটি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিন। মশলা কষে তেল উঠে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
এরপর বাদাম ও দুধের মিশ্রণটি মিশিয়ে আরো ৫ মিনিট চুলায় রাখুন।
এরপর গোলাপ জল ও গরম মসলার গুঁড়া ছড়িয়ে দিন।
সব শেষে উপরে ঘি ও বেরেস্তা ছড়িয়ে নামিয়ে ফেলুন মজাদার শাহী মাটন চাপ।
শাহী মাটন চাপ খালি অথবা পোলাও, খিচুড়ি অথবা রুটির সাথে গরম গরম পরিবেশন করতে পারেন।