মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সৌদি আরবের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দিয়েছেন সৌদি রাজা সালমান বিন আব্দুলআজিজ। ‘মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য’ ট্রাম্পকে এই সম্মাননা দেয়া হয় বলে রিয়াদ দাবি করেছে। শনিবার রিয়াদের আল ইয়ামায়াহ প্রাসাদে প্রেসিডেন্ট ট্রাম্পকে সৌদি আরবের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘অর্ডার অব আব্দুল আজিজ আলে-সৌদ মেডেল’ দেয়া হয়। তাকে স্বর্ণের মেডেলটি পরিয়ে দেন ৮১ বছর বয়সি রাজা সালমান।
আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা আব্দুলআজিজ আলে সৌদের নামে চালু করা পদকটি সৌদি আরবের সেবা করার অবদানের স্বীকৃতি হিসেবে বিদেশি নাগরিকদের দেয়া হয়। এর আগে যেসব বিদেশি ব্যক্তিত্ব এই পদক পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও জর্জ ডাব্লিউ বুশ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়ার পর প্রথম বিদেশ সফরে বর্তমানে সৌদি আরবে রয়েছেন ট্রাম্প। এরইমধ্যে রিয়াদের কাছে ১১,০০০ কোটি ডলারের সমরাস্ত্র বিক্রির চুক্তি সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
- পার্সটুডে