পাকিস্তানকে কোহলিরা এজবাস্টনে উড়িয়ে দেওয়ার পর গোটা ক্রিকেট বিশ্ব একটা বিষয় নিশ্চিত ছিল, যে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার থেকে রোখার মতো টিম এই ‘গ্রুপ-বি’-তে অন্তত কেউ নেই ৷ বৃহ্স্পতিবার শ্রীলঙ্কা ম্যাচ শেষে দেখা যাচ্ছে যে সেই ভাবনা কিন্তু এখন একেবারেই মিলছে না ৷ বরং নতুন করে আশঙ্কার মেঘ জমা হল মেন ইন ব্লু’দের আকাশে ৷চ্যাম্পিয়ন হওয়ার কথা তো অনেক পরের ব্যাপার ৷ ভারত সেমিফাইনালে যাবে তো ? এটাই এখন মূল প্রশ্ন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কোটি কোটি ভারতীয় ক্রিকেটপ্রেমীর ৷
টস জিতে এদিন ভারতকে আগে ব্যাট করতে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৷চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃষ্টির বিষয়টা প্রত্যেক দলই মাথায় রাখছে ৷ বৃষ্টি হলে পরে ব্যাটিং করা দলের পক্ষে ডাকওয়ার্থ লুইস সিস্টেম বুঝে নিজেদের টার্গেট ঠিক করাটা অনেকটাই সহজ হয়ে যায় ৷ তাই কোনও ঝুঁকি না নিয়ে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্তই নিয়েছিলেন ম্যাথিউজ ৷ দুই ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা এদিনও ভারতের শুরুটা দুর্দান্ত করেন ৷ রোহিত ৭৮ রানে মালিঙ্গার শিকার হলেও সেঞ্চুরি মিস করেননি ধাওয়ান ৷ ১২৮ বলে ১২৫ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন তিনি ৷ অধিনায়ক কোহলি (০) এবং যুবরাজ (৭) ব্যর্থ হলেও এদিন রান পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি (৬৩) ৷
৩২২ রানের টার্গেট একেবারেই সহজ কাজ ছিল না ৷ কিন্তু কঠিন কাজটাই অত্যন্ত সহজে করে দেখালেন শ্রীলঙ্কার ব্যাটসমানরা ৷ ভারতীয় পেসারদের কখনই এদিন মাথায় চড়তে দেননি ম্যাথিউজরা ৷ইনিংসের শুরুতেই ওপেনার ডিকওয়েলা(৭)-র উইকেট হারালেও এরপর জয়ের জন্য নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে বিশেষ সমস্যা হয়নি লঙ্কার ব্যাটসম্যানদের ৷ গুনাথিলাকা (৭৬), কুশল মেন্ডিস (৮৯), কুশল পেরেরা (৪৭) এবং অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ (৫২ নট আউট) প্রত্যেকে মিলে শ্রীলঙ্কাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জয়টা এনে দেন ৷ তিনশোর বেশি রান করেও এদিন একবারের জন্যও শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের উপর চাপ সৃষ্টি করতে ব্যর্থ কোহলি ব্রিগেড ৷