আপনি আছেন » প্রচ্ছদ » খবর

যে কারনে নিউজিল্যান্ড সিরিজে নেই আল আমিন

নিউ জিল্যান্ড সিরিজের প্রাথমিক স্কোয়াডের ২২ জনের দলে ছিলেন না পেসার আল-আমিন হোসেন। কিন্তু সম্প্রতি বিপিএলে ইনজুরিতে পড়েছেন ২২ জনের স্কোয়াডে থাকা দুই পেসার মোহাম্মদ শহিদ ও শফিউল ইসলাম, তাদের পরিবর্তেও সুযোগ হয় নি আল-আমিনের। এদিকে আল-আমিনকে না নেবার কারণ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথমে ইনজুরিতে পড়েছিলেন বিপিএলে দুর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ শহিদ। তার পরিবর্তে সুযোগ পান রুবেল হোসেন। এরপর প্রথম কোয়ালিফায়ারে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ম্যাচে খুলনা টাইটান্সের শফিউল ইসলাম পড়েন ইনজুরিতে। শফিউলের বদলি হিসেবে আল-আমিন ও কামরুল ইসলামের নামটা ঘুরে ফিরছিলো।

তবে শেষ পর্যন্ত প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু নিশ্চিত করেছেন কামরুল ইসলাম রাব্বিই যাচ্ছেন অস্ট্রেলিয়াতে। আল-আমিন হোসেনকে না নেবার কারণ হিসেবে প্রধান নির্বাচক বলেন, “আল-আমিনের বিষয়ে আমরা অনেক নেতিবাচক অভিযোগ পেয়েছি। এজন্য ওকে আমরা বিবেচনায় আনিনি। টিম ম্যানেজমেন্ট ও সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এদিকে কামরুল ইসলাম রাব্বির সংযোজনের পরিপ্রেক্ষিতে নান্নু বলেন, “রাব্বি কয়েকদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছে। অন্য সবার থেকে সে এগিয়ে ছিল। এ জন্য রাব্বিকে নেওয়া হয়েছে।”