দ্রুত উন্নতি করার দারুণ এক পুরস্কারই পেয়ে গেলো আফগানিস্তান ক্রিকেট। এখন আর তারা আইসিসির সহযোগী সদস্য নয়; পূর্ণ সদস্য। গত বৃহস্পতিবার (২২ জুন) আফগানিস্তানকে পূর্ণ সদস্য রাষ্ট্রের মর্যাদা দিয়েছে আইসিসি। আফগানিস্তান এখন অপেক্ষা করছে অভিষেক টেস্ট ম্যাচ খেলার। আর সেই ম্যাচে ভারতকে প্রতিপক্ষ হিসেবে চাইছে তারা।
আফগানিস্তান ক্রিকেটের প্রথম আন্তর্জাতিক তারকা মনে করা হয় মোহাম্মদ নবিকে। এই অলরাউন্ডারের অসাধারণ নৈপুন্যও অবদান রেখেছে আফগানিস্তানের টেস্ট স্টাটাস পাওয়ায়। সেই তিনি চাইছেন, অভিষেক টেস্টে ভারতই হোক তাদের প্রতিপক্ষ।
সংবাদ মাধ্যমকে নবি বলেন, ‘আফগানিস্তানের টেস্ট স্টাটাস পাওয়ার পিছনে ভারত অনেক সহায়তা করেছে। সেই সহায়তার কথা আমরা ভুলবো না। আমরা চাই অভিষেক টেস্টে ভারতই আমাদের প্রতিপক্ষ হোক।’
নবির ইচ্ছেটা অবশ্য পূরণ হওয়ার সম্ভাবনা কম। আইসিসি চাইছে, আফগানিস্তান এবং আয়ারল্যান্ড তাদের অভিষেক টেস্ট খেলুক পরস্পরের বিপক্ষে। সেই ম্যাচটি হতে পারে আগামী বছরের শুরুর দিকে। যদিও আয়ারল্যান্ড চাইছে এ বছরই ইংল্যান্ডের বিপক্ষে তাদের অভিষেক টেস্ট খেলতে।