আপনি আছেন » প্রচ্ছদ » খবর

ব্যর্থতা দিয়ে জীবনের শেষ দৌড় শেষ করলেন বোল্ট

পারলেন না ইউসেইন বোল্ট। নিজের শেষ রেসে শূন্য হাতেই ফিরতে হল তাঁকে। ১০০ মিটার রিলেতে সোনা জিতল গ্রেট ব্রিটেন। ফাইনালে শেষ ল্যাপে দৌড়নোর সময় চোট পেয়ে গেলেন বোল্ট। দ্বিতীয় হল মার্কিন যুক্তরাষ্ট্র, তৃতীয় জাপান। বোল্টের শেষ রেসে হতাশ বিশ্ব।
এর আগে ১০০ মিটার রিলের চূড়ান্ত পর্বে ওঠার লড়াইয়ে জামাইকা তৃতীয় সেরা সময় করে ফাইনালে উঠল। দলকে ফাইনালে তোলার পরে ট্র্যাকের সম্রাট বললেন, ‘‘আমি পুরো ব্যাপারটাই দারুণ ভাবে উপভোগ করছি। কোনও চাপে নেই। দর্শকরা যে ভাবে আমায় সমর্থন করছে, সেটাই আমায় তাতিয়ে তুলছে। এ রকম সমর্থন সত্যিই দুরন্ত।’’  

বোল্টের শেষ রেসের উৎসবে জল ঢালতে তৈরি মার্কিন যুক্তরাষ্ট্রও। ফাইনালে সেরা সময় জাস্টিন গ্যাটলিনদেরই। ৩৭.৭০ সেকেন্ড। জামাইকার সময় ৩৭.৯৫। ফাইনালেও যে তাঁরা ভীষণ আত্মবিশ্বাসী সোনা জেতার ব্যাপারে সেটাও ১০০ মিটারে সোনাজয়ী গ্যাটলিন জানিয়ে দিলেন। ‘‘একই রিলে দলে ১০০ মিটারের সোনা আর রুপো জয়ী রয়েছে, এটা বহুদিন হয়নি। তাই আমাদের এই ব্যাপারটা দারুণ আত্মবিশ্বাস জোগাচ্ছে,’’ বললেন যুক্তরাষ্ট্রের রিলে দলের বয়স্কতম সদস্য ৩৫ বছর বয়সি গ্যাটলিন।