আপনি আছেন » প্রচ্ছদ » খবর

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠতে পাকিস্তানের প্রয়োজন ২১২ রান

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ এর ১ম সেমিফাইনালে আজ বিকাল সাড়ে ৩টায় মাঠে নামে পাকিস্তান ও স্বাগতিক ইংল্যান্ড। কার্ডিফের সোফিয়া গার্ডেনে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাট করতে নেমে প্রথম উইকেটের পতন হয় ইংল্যান্ডের। এর পর ওপেনার বেসট্রো এবং রুট দলকে ৮০ রান পর্যন্ত টেনে নিয়ে যান। ছোট ছোট জুটি গড়লেও নিয়মিত উইকেটের পতন ঘটতে থাকে ইংল্যান্ডের। রুট ৪৬, অধিনায়ক মর্গান ৩৩ ও স্টোকস ৩৪ রান করে আউট হন। এ ছাড়া বাকি প্লেয়ারদের তেমন কোন অবদান নেই। পাকিস্তানের হয়ে জুনায়েদ ও রুম্মান ২টি করে উইকেট তুলে নেন। হাসান আলী সর্বোচ্চ ৩টি উইকেট তুলে নেন।