আপনি আছেন » প্রচ্ছদ » খবর

এসে গেলো তারবিহীন চার্জার

স্মার্টফোনে নিত্যদিন চার্জ দিতে হয়। ফোনে চার্জ দেয়ার জন্য চাই চার্জার। এই চার্জারের পোর্ট প্লাগইন এবং প্লাগ আউটের সময় ফোনের এবং চার্জারের পিন দুটোই ক্ষতিগ্রস্থ হবার ঝুঁকি থাকে। এই সমস্যার সমাধানে স্মার্ট উপায় খুঁজে বের করেছে ম্যাগকেবল। স্ট্যার্টআপ কোম্পানিটি এমন একটি চার্জার তৈরি করেছে যেটি দিয়ে চুম্বক তরঙ্গের মাধ্যমে স্মার্টফোনে চার্জ দেয়া যাবে।

অথাৎ এটির জন্য ফোনের চার্জিং পোর্টে চার্জারের প্লাগ প্রবেশ না করিয়েই চার্জ দেয়া যাবে। তবে এজন্য ফোনের চার্জিং পোর্টে একটি ছোর্ট প্লাগ লাগিয়ে রাখতে হবে। চার্জ দেবার সময় এই প্লাগের সঙ্গে চার্জারের পোর্ট চুম্বকের সাহায্যে যুক্ত হবে। চার্জ দেয়া শেষ হলে সহজেই খুলে নেয়া যাবে এটি।

ম্যাগ ক্যাবলের উদ্ভাবিত এই ক্যাবল ইউএসবি সি-পোর্টে কাজ করবে। অন্যদিকে এই চার্জিং পোর্টটি আইফোনের জন্য তৈরি করা হয়েছে। কিকস্ট্যার্টার চালু হলে অ্যানড্রয়েড ফোনের জন্য এমন চার্জার তৈরি করা হবে।

কিকস্ট্যার্টার কোম্পানি ম্যাগকেবল ইতোমধ্যে তাদের প্রকল্প চালু করার জন্য তহবিল সংগ্রহ করেছে। 
এই ক্যাবল এবং প্লাগের দাম হবে ১২ থেকে ১৫ ডলারের মধ্যে।