ফেসবুকে লাইভ ভিডিও সম্প্রচারে ব্যবহারকারীদের জন্য সুবিধা হিসেবে আরও দুটি নতুন ফিচার যোগ করার ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। লাইভ ভিডিও সেবা সুবিধা দুটি হলো- টানা চার ঘণ্টা পর্যন্ত লাইভ ভিডিও সম্প্রচার ও ফুল স্ক্রিন মোড। ফেসবুক লাইভ ব্যবহার করে রিয়েল টাইমে ভিডিও স্ট্রিমিং করা যায়। গত বছরের শেষ দিকে এ ফিচার চালু করে ফেসবুক।
এছাড়া ফুল স্ক্রিন বা ভিডিও অনলি মোডে মন্তব্য ও অন্যান্য প্রতিক্রিয়া সাময়িক ‘হাইড’ রেখে ফুল স্ক্রিন লাইভ স্ট্রিমিং দেখার সুবিধাও যুক্ত থাকবে। এর আগে ফেসবুক লাইভে সর্বোচ্চ দুই ঘণ্টা ভিডিও স্ট্রিমিং করা যেত। আইওএস সংস্করণে পোর্টেট ও ল্যান্ডস্কেপ উভয় মোডেই ভিডিও দেখা যাবে। তবে অ্যান্ড্রয়েড ডিভাইসে এখন শুধু পোর্টেট মোড থাকলেও এ বছরের শেষ দিকে পাওয়া যাবে ল্যান্ডস্কেপ মোড সুবিধা।