আপনি আছেন » প্রচ্ছদ » খবর

ইয়েমেনে সৌদি বিমান হামলা, নিহত ২২

আরবি স্যাটেলাইট নিউজ চ্যানেল আল-আলম জানিয়েছে, রোববার সৌদি জঙ্গিবিমান সা’দা প্রদেশের বাকিম শহরে দুই দফা বোমাবর্ষণ করে। একটি বাড়ির ওপর প্রথম হামলায় এক পরিবারের ১১ সদস্য নিহত হয়। দ্বিতীয় হামলাটি হয় শহরের একটি এক্সপ্রেসওয়েতে। সেখানে আরো ১১ বেসামরিক ব্যক্তি নিহত হয়।

এ ছাড়া, একইদিন ইয়েমেনে মা’রিব, আল-হাদিদা ও সানা প্রদেশের বিভিন্ন স্থানে বোমাবর্ষণ করে সৌদি জঙ্গিবিমান। এসব হামলায় হতাহতের খবর পাওয়া না গেলেও ইয়েমেনের বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়।

গত ২০ মাসেরও বেশি সময় ধরে নিজের মুসলিম প্রতিবেশী দেশে আগ্রাসন চালিয়ে যাচ্ছে হারামাইন শরীফের খাদেম সৌদি সরকার। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ১০,০০০ মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘসহ আন্তর্জাতিক সমাজের নীরবতা ইয়েমেনের নিরীহ জনগণকে হত্যা করতে সৌদি সরকারকে বেপরোয়া করে তুলেছে।