আপনি আছেন » প্রচ্ছদ » খবর

৬৬ বছর আগে হারানো মার্কিন পরমাণু বোমার খোঁজ মিলেছে!

টেক্সাস অঙ্গরাজ্য থেকে ব্রিটিশ কলাম্বিয়ায় যাওয়ার পথে ১৯৫০ সালের ১৪ ফেব্রুয়ারি প্রশান্ত মহাসাগরে মার্কিন বোমারু বিমান বিধ্বস্ত হলে পরমাণু বোমা মার্ক ফোর খোয়া যায়। বহু বছর নীরব থাকার পর পরমাণু বোমা খোয়া যাওয়ার কথা স্বীকার করেছিল আমেরিকা। দুর্ঘটনায় বিমানের পাঁচ ক্রু নিহত হয় এবং বিমান থেকে নিরাপদে ঝাঁপ দিতে সক্ষম হওয়ায় ১২ ক্রুকে উদ্ধার করা হয়।

মানচিত্রে ব্যাংকস আইল্যান্ড বিমানটি ব্যাংকস আইল্যান্ডের কাছেই বিধ্বস্ত হয়েছিল। দুর্ঘটনার প্রায় চার বছর পর ব্রিটিশ কলাম্বিয়ার দূরবর্তী দুর্গম পাহাড়ি এলাকার থেকে ঘটনাক্রমে বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। বিমানটি যেখানে ভূপাতিত হয়েছিল তার উল্টা দিকে এ অঞ্চল অবস্থিত এবং বিমানযোগে সেখানে যেতে প্রায় তিন ঘণ্টা লাগে। ব্যাংকস আইল্যান্ডের কাছেই খোয়া যাওয়া পরমাণু বোমাকে দেখতে পেয়েছেন বলে সম্প্রতি দাবি করেন ডুবুরি সিন সিমাইরিচিন্সকি। নিজ নৌকা থেকে অল্প কিছু দূর যাওয়ার পরই একে দেখতে পান তিনি।

এ রকম অদ্ভুত আকারের কিছু জীবনে কখনো দেখন নি; তাই প্রথমে একে ইউএফও বলেই ধারণা করেছিলেন তিনি। অনেকেই এ সম্পর্কে বলেন তিনি। তখনই নিখোঁজ পরমাণু বোমার বিষয়টি জানতে পারেন এ ডুবুরি। এরপর ছবি দেখে বুঝতে পারেন হারানো মার্ক ফোর বোমাকেই সাগর তলে দেখতে পেয়েছে তিনি।