নারীনিগ্রহের লজ্জাজনক ঘটনায় সারা বিশ্ব তোলপাড়৷ অপরাধীদের চিহ্নিত করে শাস্তির দাবিতে সরব সমাজ৷ এমনই পরিস্থিতিতে সামনে এল নক্কারজনক এক ঘটনা৷ ফেসবুকে লাইভ দেখানো হল গণধর্ষণের ঘটনা৷
সুইডেনের উপ্পসালায় ঘটা এই ঘটনায় নিন্দার ঝড় বয়ে গেছে বিশ্বজুড়ে৷ পুলিশ সূত্রে খবর, রবিবার এক যুবতীকে গণধর্ষণ করে কয়েকজন যুবক৷ ধর্ষণের ঠিক আগেই ফেসবুকে লাইভ হয় তারা৷ তাদের উদ্দেশ্যর কথা বেশ খোশমেজাজেই জানাতে থাকে৷ পাশেই দেখা যায় তরুণীটিকেও৷ সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও৷ প্রথমে অনেকেই সেটিকে মজা ভেবেছিলেন৷ কিন্তু যুবকদের হালচাল দেখে সন্দেহ দানা বাঁধে৷ এরপরই ভিডিওতে এক যুবককে এমন ভঙ্গিতে দেখা যায়, যাতে মনে হয় কোনও একটি অঘটন ঘটতে চলেছে৷ ভিডিওটি যে নিছক মজার নয়, বরং সেই মুহূর্তে কোনও এক তরুণী ধর্ষিতা হতে চলেছেন তা বুঝতে পারেন অসংখ্য নেটিজেনরা৷ প্রায় সঙ্গে সঙ্গেই কয়েকজন ফেসবুক ব্যবহারকারী পুলিশকে পুরো বিষয়টি জানান৷ তারপরই একটি বাড়ি থেকে ওই তিন যুবককে গ্রেপ্তার করা হয়৷ উদ্ধার করা হয় নির্যাতিতাকেও৷
যদিও ফেসবুক থেকে সেই ভিডিওটি এখন তুলে নেওয়া হয়েছে, কিন্তু ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে ওই দৃশ্য৷ এই ঘটনার তীব্র নিন্দা করেছে ফেসবুক কর্তৃপক্ষ৷ তাঁরা আরও জানিয়েছে যে, ফেসবুকে কী আপলোড করা হচ্ছে সে বিষয়ে নজরদারি বাড়াবে সংস্থাটি৷