আপনি আছেন » প্রচ্ছদ » খবর

ভারতের মোট সেনা ১৩ লক্ষ , কাশ্মির দখলেই নিয়োজিত ৬ লক্ষ !

জম্মু ও কাশ্মিরের মোট আয়তন 2,22,236 বর্গ কি.মি.। জম্মু এবং কাশ্মিরে ভারত শাসিত অঞ্চলের আয়তন 1,00,569 বর্গ কি.মি। পাকিস্তান অধিকৃত ‘আজাদ কাশ্মিরের আয়তন 78,932 বর্গ কি.মি এবং চীন শাসিত আকসাই কাশ্মিরের আয়তন 42,735 বর্গ কি.মি। অর্থাৎ ভারত সমগ্র কাশ্মিরের 43 ভাগ এলাকা দখল করে রেখেছে, যার মধ্যে রয়েছে জম্মু, কাশ্মির উপত্যকা, লাদাখ এবং সিয়ানচেন হিমবাহ। পাকিস্তান অধিকার করে রেখেছে কাশ্মিরের 37 ভাগ ভূ-খন্ড যার মধ্যে রয়েছে, আজাদ কাশ্মির, উত্তরাঞ্চলীয় গিলগিট এবং বেল্টিস্তান। অন্যদিকে চীনের দখলে রয়েছে কাশ্মিরের ২০ ভাগ এলাকা, যার নাম আকসাই চীন।

2011 সালের পরিসংখ্যান অনুযায়ী জম্মু এবং কাশ্মিরের মোট জনসংখ্যা 1,25,41,302 জন। এর মধ্যে মুসলিমের সংখ্যা 77%। ভারত শাসিত কাশ্মিরে মোতায়ন করা হয়েছে 6 লক্ষ ভারতীয় সেনা যদি ও ভারতের মোট সেনা সংখ্যা 13 লক্ষ। এ পরিসংখ্যান অনুযায়ী গড়ে প্রতি 1000 কাশ্মিরীর জন্য রয়েছে 20 জন ভারতীয় সৈন্য। প্রতিটি কাশ্মিরী পরিবারের সদস্য সংখ্যা যদি গড়ে 5 জন ধরা হয় তবে অর্থ দাঁড়ায়, যে গ্রামে 200 ঘর মানুষের বাস সেখানে অবস্থান নিয়েছে 20 জন ভারতীয় সৈন্য। উপমহাদেশের অনেক সমস্যার মতোই কাশ্মির সমস্যা ও ইংরেজ সৃষ্ট এবং ভারত কর্তৃক প্রলম্বিত। শুধু তাই নয়, কাশ্মির প্রসঙ্গে ভারত 1947, 1965,1999 সালে ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়ে পাকিস্তানের সাথে। তবে কাশ্মিরে 1947 সাল থেকে 2016 সাল পর্যন্ত নিহত, আহত,ধর্ষিত এগুলো সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না।

কাশ্মিরের স্বাধীনতার প্রচারণা সংগঠন কাশ্মির আমেরিকান কাউন্সিলও (কেএসি) একটা পরিসংখ্যান করেছে। তাতে তারা দাবি করেছে, স্বাধীনতা আন্দোলনের গত বিশ বছরে নারী, শিশু ও যুবক মিলিয়ে 1 লাখ নিরীহ কাশ্মিরি ইনডিয়ান সেনা এবং রাজ্যের নিরাপত্তা বাহিনীরহাতে খুন হয়। স্থানীয় এনজিও আইপিটিকের দেয়া পরিসংখ্যান অনুযায়ী 1989 থেকে 2009 সাল পর্যন্ত কাশ্মির উপত্যকায় ইনডিয়ান সৈন্যদের হাতে নিহতের সংখ্যা সত্তর হাজারেরও বেশি।অন্য দিকে কেবলমাত্র 1990-1999 সালের মধ্যে 10 হাজার স্বাধীনতাকামী নিহত হয়েছে। ধর্ষিত হয়েছে 15 হাজার নারী। গৃহহীন ও আটক হয়েছে হাজার হাজার মানুষ। বাস্তবে 1947 থেকে 2016 পর্যন্ত কাশ্মিরে নিহতের সংখ্যা যে লাখ ছাড়িয়েছে সেই সাথে আহতের সংখ্যা কয়েক লাখ সেটা সহজেই অনুমান করা যায়।

তথ্যসুত্র : ইন্টারনেট