আপনি আছেন » প্রচ্ছদ » খবর

হটাত ইরাক সফরে ট্রাম্পের জামাই জার্ড কুশনার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাই এবং শীর্ষ উপদেষ্টা জার্ড কুশনার অঘোষিত সফরে ইরাকে পৌঁছেছেন। তার সাথে রয়েছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফ জোসেফ ডানফোর্ড। গতকাল শেষ বেলায় তার ইরাক সফরের বিষয়টি নিশ্চিত করেছে ট্রাম্প প্রশাসন। পশ্চিমা কোনো কোনো সংবাদ মাধ্যম জানিয়েছে, কুশনারকে মধ্যপ্রাচ্য বিষয়ক শান্তি দূতের দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। এ দায়িত্ব পাওয়ার পর এটাই কুশনারের প্রথম ইরাক সফর। মার্কিন প্রেসিডেন্টের কর্মী নিয়োগের বিষয়ে গভীর ভাবে কুশনার জড়িত ছিলেন। তিনি ছাড়া কূটনীতির সাথেও তার গভীর সম্পর্ক রয়েছে এবং মধ্যপ্রাচ্য, কানাডা ও মেক্সিকো সম্পর্কিত বিষয়ে ট্রাম্প প্রশাসনকে উপদেশ দিয়েছেন। 

কুশনারের ইরাক সফরের বিষয়ে আগে কিছু জানানো হয় নি। তার এ সফরের উদ্দেশ্য এখনো পরিষ্কার নয় এবং এ সফর সম্পর্কে বিস্তারিত কোনো বিবরণ প্রকাশ করা হয় নি। নিউ ইয়র্ক টাইমসের এক সাংবাদিকের টুইট বার্তা থেকে এ সফর সম্পর্কে প্রথম জানা গেছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিরোধী যুদ্ধের অজুহাতে মার্কিন বিমান হামলায় মসুলে ব্যাপক বেসামরিক মানুষ হতাহতের বিষয় নিয়ে যখন ইরাকেসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে তীব্র প্রতিক্রিয়া চলছে তখন দেশটি সফরে গেলেন কুশনার। এদিকে, রাশিয়া অভিযোগ করেছে যে মসুল নগরীতে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের অপরাধ গোপন করছে ওয়াশিংটন।

- পার্স টুডে বাংলা