আপনি আছেন » প্রচ্ছদ » খবর

ওজন কমাতে কোন জিরাপানি কার্যকর? সাদা জিরা না কালো জিরা

প্রাকৃতিক ভাবে শরীর সুস্থ রাখার জন্য ঝিরা পানির কোন বিকল্প নাই। ইহা মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ। তাই জেনে নিন জিরা পানি তৈরি পদ্ধতি।

উপকরন সমুহ

সাদা জিরা গুড়া = ২ চা চামচ, তেতুল/আমচু চাটনি = ১ চা চামচ, চিনি = ২ চা চামচ, গোলমরিচের গুড়া = ২ চা চামচ, পুদিনা পাতা = ১০/১২ টি, লেবুর রস = ১ চা চামচ, ঠাণ্ডা পানি = ৩ কাপ, বরফ = ২/৩ টি (ছোট টুকরা পরিবেশনের জন্য) এবং লবন/বিট লবন = স্বাদ মত।

তৈরি পদ্ধতি

প্রথমে পানি ও বরফ বাদ দিয়ে সকল উপকরন ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। এরপর ঠাণ্ডা পানির সাথে মিশয়ে বরফ দিয়ে পরিবেশন করুন।