আপনি আছেন » প্রচ্ছদ » খবর

চিকেন ফ্লেবারে তৈরি করুন আলু পরোটা

উপকরণঃ
সিদ্ধ আলু চটকে নেয়া ১ কাপ

ময়দা আধ কাপ

দুধ ১ কাপ (প্রয়োজনে কম বেশী করা যেতে পারে)

ডিম একটা

হাত দিয়ে ঝুরি করা মুরগির মাংস আধ কাপ (রান্না করা বা সিদ্ধ করা মাংস)

ধনে পাতা কুচি প্রয়োজন মত

কচি পেয়াজ

কাঁচা মরিচ মিহি কুচি প্রয়োজনমত

হলুদ এক চিমটি

জিরা গুঁড়ো ১/২ চা চামচ

লবণ স্বাদমত

স্বাদ লবণ সামান্য

সয়াসস ১ টেবিল চামচ

পানি প্রয়োজনমত

ভাজার জন্য মাখন

তেল

প্রণালীঃ
চিকেন আলু পরোটা তৈরির জন্যে দুধের সাথে আলু ও ডিম দিয়ে ভালো করে মাখান। একদম নরম ও মসৃণ হবে।সম্পূর্ণ মসৃণ ব্যাটার হয়ে গেলে অল্প অল্প করে ময়দাটুকুন দিয়ে দিন। বেগুনির মত ঘন ব্যাটার হবে। যদি বেশী ঘন হয়ে যায় তো পাতলা করতে পানি ব্যবহার করুন।তেল ও মাখন বাদে একে একে সমস্ত উপকরণ দিয়ে দিন। বেশ ঘন ব্যাটার তৈরি হবে। এবার ননস্টিক প্যানে মাখন দিন, সাথে দিন অল্প তেল। এটা মাখনকে পুড়ে যাবার হাত থেকে রক্ষা করবে। এবার বড় চামচে ভরে এক/ দুই চামচ ব্যাটার প্যানে দিন। বেশী ছড়াবে না, একটু পুরু প্যানকেক হবে। মাঝারি আছে লাল লাল করে ভাজুন। মোটামুটি ৫/৭ মিনিট লাগবে একেকটি প্যানকেক হতে। মজাদার এই চিকেন আলু পরোটা পরিবেশন করতে হবে গরম গরম। চিকেন আলু পরোটা এর রেসিপি ভাল লাগলে নিচে ভিডিও লিঙ্কটি দেখে নিন।