উপকরণ :
লইট্টা শুটকি ২ কাপ (ছোট ছোট টুকরা কেটে গরম পানিতে ভিজিয়ে রেখে ছেচে নেয়া ২ কাপ), সেদ্ধ আলু ১/২ কাপ, পিঁয়াজ কুচি ১ কাপ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, মরিচ গুঁড়ো ১/২ – ১ চা চামচ, ভাজা জিরা গুঁড়ো ১ চা চামচ
লবণ স্বাদ মত, চিনি ১/২ চা চামচ, কর্ন ফ্লাওয়ার ১-২ টেবিল চামচ, ধনে পাতা কুচি (ইচ্ছা), তেল ভাজার জন্য
প্রণালী :
শুটকি মাছ,সেদ্ধ আলু,কর্ন ফ্লাওয়ার সহ বাকি সব মশলা একসাথে মাখিয়ে নিন। চুলায় তেল গরম করুন। মাঝারি আঁচে বেশি করে গরম করবেন। ছোট ছোট বড়া তৈরি করে লালচে সোনালি করে ভেজে তুলুন। পরিবেশন করুন গরম ভাত, লেবু ও কাঁচা মরিচের সাথে ।