পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশ সফর বাতিল করলেও কোন সমস্যা নাই। অন্য দিক গুলো বাংলাদেশের সাথে খেলতে চাচ্ছে। এমনটাই দাবী করেছেন বিসিবি চিফ নাজমুল হাসান। ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে তিনি নিশ্চিত করেছেন, পাকিস্তানের এহেন আচরনের কারনে আলোচনার টেবিলে থাকা হাই পারফর্মেন্স দল পাকিস্তানে পাঠানোর বিষয়টি নিজেও কোন কথা বলবে না বাংলাদেশ। পাকিস্তান সফরে না গিয়ে অন্য কোন দেশে সফর করবে বাংলাদেশের হাই পারফর্মেন্স দল। সেটা নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ড হতে পারে। ‘তারা অন্য কোথাও সফরে যাবে। আমরা নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফর প্রায় নিশ্চিত করেছি। আমরা আরও দুটি দেশের সাথে আলাপ করেছি।’
দুই মাসের মধ্যে আমরা সম্পূর্ণ সূচি প্রকাশ করবো। তবে বেশিরভাগ সিরিজ গুলো ঘরের মাঠে অনুষ্ঠিত হবে।’
তিনি আরও বলেন, ‘আমি পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়ে ভাবছি না। ওই সময়টায় যদি আমাদের খেলতে হয়, তাহলে সমস্যা হবে না। চার-পাঁচটা দল লাইন ধরে আছে আমাদের সাথে খেলার জন্য। পাপন মনে করেন, আয়ায়ল্যান্ড ও ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির লম্বা সফরের পর ক্রিকেটারদের বিশ্রামের প্রয়োজন। ঘরের মাঠে আবার জুলাই মাসে খেলার চেয়ে ক্রিকেটাররা বিশ্রাম নিবে। এমনটাই চাইছেন বোর্ড প্রেসিডেন্ট। তার ভাষায়, ‘সিরিজ আয়োজন করা খুব কঠিন হবে না। তবে এই মুহূর্তে আমরা শূন্যস্থান পুরনো করতে তেমনে একটা আগ্রহীও না।’
- ক্রিক ফ্রেঞ্জি