আপনি আছেন » প্রচ্ছদ » খবর

ভেজিট্যাবল কেক তৈরি করার সহজ রেসিপি

উপকরণ
✿ ফুলকপি, গাজর, বরবটি, পেপে ক্যাপসিকাম ১ কাপ।

✿ চাইলে অল্প বাঁধাকপিও দিতে পারেন।

✿ পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ,

✿ রসুন কুচি হাফ চা চামচ,

✿ ময়দা হাফ কাপ,

✿ বেকিং পাউডার ১ চা চামচ,

✿ ডিম ৪ টা,

✿ নুডুলস মসলা ১ চা চামচ,

✿ চিলি সস ১ টেবিল চামচ,

✿ কাঁচা মরিচ ঝাল অনুযায়ী,

✿ ধনে পাতা কুচি,

✿ তেল ২ টেবিল চামচ,

✿ লবণ স্বাদ মত।

প্রণালি
প্রথমে প্যানে তেল দিয়ে গরম হলে পিঁয়াজ আর রসুন কুঁচি দিন। একটু ভাজা হলে সব সবজি দিয়ে দিন। কাঁচা মরিচ, নুডুলস মসলা দিন। আধা ভাজা হয়ে আসলে লবণ, সস আর ধনে পাতা দিয়ে ভালোমতো মিশিয়ে নামিয়ে নিন।

এরপর একটা বাটিতে ডিমগুলো ভালো মত ফেটিয়ে নিন। ময়দা মিশিয়ে নিন সাথে বেকিং পাউডারও দিয়ে দিন। এরপর সবজিগুলো মিশিয়ে ফেলুন। এবার প্রেসার কুকার মিডিয়াম আঁচে একটু গরম করুন। গরম হলে এর ভেতর স্টিল এর স্ট্যান্ড রাখুন(গরম পাতিল রাখার)।

এবার যেই টিফিন বাটিতে কেক করবেন সেটা তেল দিয়ে গ্রিজ করে নিন বেশ ভালোভাবে। সাথে অল্প ময়দা চারপাশে ভালমত ছিটিয়ে দিন। এরপর মিক্সচার ঢেলে দিন বাটিতে।

কুকার এর সিটি খুলে ফেলুন। বাটি স্ট্যান্ড এর উপর বসিয়ে ঢাকনা লাগিয়ে দিন। মিডিয়াম আঁচে চুলায় বসিয়ে দিন। ৪০-৪৫ মিনিট লাগবে কেক হতে। হয়ে আসলে টুথপিক দিয়ে চেক করুন। হয়ে গেলে ভালোমতো ঠাণ্ডা হলে এরপর ছুরি দিয়ে চারপাশ আলগা করে কেটে সস দিয়ে পরিবেশন করুন।