আপনি আছেন » প্রচ্ছদ » খবর

চিনকে রুখতে নতুন বায়ু সেনা ঘাটি গড়ছে ভারত

ভারতের উত্তর-পূর্ব সীমান্তে কোনওভাবেই চিনের চোখ রাঙানি সহ্য করা হবে না । আর তাই এবার অরুণাচল প্রদেশকে বায়ু সেনার দুভেদ্য ঘাঁটি গড়ে তোলা হচ্ছে ।

জানা যাচ্ছে, অরুনাচল প্রদেশের ৪টি জায়গায় এবার থেকে বিমান অবতরণ করতে পারবে । জিরো, অলং, মেচুকা এবং ওয়ালং-এ গড়ে তোলা হবে বায়ু সেনার বিমান অবতরণের জায়গা ।

শুধু তাই নয়, অরুণাচল প্রদেশের ওই ৪টি জায়গা থেকে যাতে চিনের ওপর ভালোভাবে নজরদারি করা যায়, তার ব্যবস্থাও করা হচ্ছে । পাশপাশি, অরুণাচল প্রদেশের ওই ৪টি জায়গা থেকেই গোটা উত্তর-পূর্ব ভারতের সীমান্তে বায়ু সেনা নজরদারি চালাবে বলেও জানা যাচ্ছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্করের তরফে ।