আপনি আছেন » প্রচ্ছদ » খবর

বিশ্বের দামী পাঁচ সুপারবাইক

রোমাঞ্চপ্রিয় মানুষ বাইক চালাতে পছন্দ করেন। বিশ্বের বিভিন্ন দেশের সড়কে সুপার বাইকের দেখা মেলে। কিন্তু এ দেশে সর্বোচ্চ ১৫০ সিসির ইঞ্জিনের বাইক চালানোর অনুমতি আছে। বিদেশে সুপার বাইকগুলো সড়কে গতির ঝড় তোলো। বিশ্বের সবচে দামী পাঁটি সুপার বাইকের ছবি এক ঝলকে দেখে নিন। 

ডজ টোমাহক ভি১০:  এই বাইকটির দাম শুরু ৩ কোটি টাকা থেকে। এটি ঘণ্টায় ৪২০ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে। 

একোসে টাইটানিয়াম সিরিজ এফই টি এক্সএক্স: বাইকটির দাম আনুমানিক ১.৬৪ কোটি টাকা।

এনসিআর এম১৬: এই বাইকটির দাম আনুমানিক ১.২৭ কোটি টাকা।

এনসিআর মাচিদা নেরা: এই সুপারবাইকটির আনুমানিক ১.২৩ কোটি টাকা।

এমটিটি ওয়াই টুকে:  এটির মূল্য ৯৬ লক্ষ টাকা। এতে হেলিকপ্টারে ব্যবহৃত রোলস-রয়েস ইঞ্জিন লাগানো রয়েছে। টপ স্পিড  ঘণ্টায় ৩৬৫ কিলোমিটার।