আপনি আছেন » প্রচ্ছদ » খবর

দেখে নিন ২য় টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রাইস্টচার্চে সিরিজের শেষ টেস্টের আগে বাংলাদেশকে একের পর এক ইনজুরির ধাক্কা সইতে হচ্ছে। সিরিজটি সময়ের সাথে সাথে বাংলাদেশের জন্য কঠিন থেকে কঠিনতর হতে যাচ্ছে।
অধিনায়ক মুশফিকুর রহীমের তর্জনীর ইনজুরির পর ইমরুলের উরুর পেশিতে টান পড়ায় শেষ টেস্ট থেকে ছিটকে পড়েছেন। টেস্ট শুরুর আগের দিন শোনা গেল আরেক দুঃসংবাদ।
টেস্ট দলের অপরিহার্য সদস্য তিন নম্বর ব্যাটসম্যান মমিনুল হক পাঁজরের ইনজুরিতে পড়ায় ক্রাইস্টচার্চ টেস্ট থেকে ছিটকে পড়েছে।
ইমরুলের ছিটকে পড়ায় ওপেনিংয়ে তামিমের সঙ্গী হতে পারেন সৌম্য সরকার। মুশফিকের জায়গায় নুরুল হাসান সোহানের টেস্ট ক্যাপ পাওয়া প্রায় নিশ্চিত।
শেষ মুহূর্তে মমিনুলের ইনজুরিতে বদলি হিসেবে প্রথমবারের মত টেস্ট ক্রিকেটের স্বাদ পেতে যাচ্ছেন যুব ওয়ানডের গন্ডি পার করে আসা নাজমুল হাসান শান্ত।
তার উপর তামিম ইকবাল খেলে যাচ্ছেন আঙ্গুলের ব্যাথা নিয়ে। এদিকে শুভাশিষের বদলি হিসেবে খেলতে পারেন ফাস্ট বোলার রুবেল হোসাইন।
নিয়মিত অধিনায়ক মুশফিকের জায়গায় তার ডেপুটি তামিম ইকবালকে টস করতে দেখা যাবে। দলে এমন অবস্থায় শক্তিশালী কিউইদের মোকাবেলা করতে নামবে বাংলাদেশ দল।
এদিকে ক্রাইস্টচার্চের হেগলি ওভালের উইকেট নিয়ে এখনো কোন ধারনা পাওয়া যায় নি। গত দুই দিন ধরে কাভারে ঢাকা উইকেটে পেসারদের জন্য বাড়তি সুবিধা থাকবে ধরে নেয়া যায়।
বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হতে যাওয়া এই ম্যাচে নেইল ওয়েগনারের দিকে চেয়ে থাকবে কিউই কাপ্তান কেন উইলিয়ামসন। অন্যদিকে মুশফিক বিহীন মিডেল অর্ডারে সাকিব আল হাসানকে বাড়তি দায়িত্ব নিতে হবে।
বাংলাদেশ দল (সম্ভাব্য): তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, নাজমুল হোসেন, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, নুরুল হাসান (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মেহেদী হাসান, কামরুল হাসান রাব্বি , তাসকিন আহমেদ, শুভাশিষ রায়/ রুবেল হোসেন।
নিউজিল্যান্ড (সম্ভাব্য): জিৎ রাভাল, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহম, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), মিচেল সেন্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নেইল ওয়াগনার।

- ক্রিক ফ্রেঞ্জি