আপনি আছেন » প্রচ্ছদ » খবর

সবার জন্য কম দামে আইফোন ‘স্পেশাল এডিশন’ (এসই)

মানে ভালো, কিন্তু দামে সহনশীল—এমন সেটই বাজারে চলছে বেশি। তাই বিক্রিতে পিছিয়ে পড়ছিল আইফোন। এবার তাই ‘স্পেশাল এডিশন’ (এসই) বাজারে ছাড়ল অ্যাপল। এটি এখন বাজারের সবচেয়ে আকর্ষণীয় সেট। এরই মধ্যে এসে গেছে ভারতের বাজারে। আসি আসি করছে বাংলাদেশেও।

সহজে বহনযোগ্য

সেট আকারে বড় হলে সময় সময় রাস্তায় হাঁটতে-চলতে বা পকেটে রাখার ঝামেলাও কম নয়। সব ভেবে আগের সংস্করণের (আইফোন ৬এস) থেকে এটি আকারে ছোট। তাই পকেটে বা হাতে বহন করা যাবে সহজেই।

বড়সড় আকারের সেটে গেইম-ব্রাউজিং কিংবা মুভি দেখতে আলাদা মজা। তবে আইফোন এসই-এর ডিসপ্লে হচ্ছে চার ইঞ্চি। তুলনামূলক ছোট হলেও চার ইঞ্চি মানে একেবারেই ছোট নয়। সব কাজই করা যাবে স্বাচ্ছন্দ্যে, এ ছাড়া হাতের মুঠোয় রেখেই ব্যবহার করা যাবে। 

অনেকটাই ৬এস-এর মতো

এর আগে বাজারে আসে ৫.৫ ইঞ্চি আকারের ৬এস। এসই-এর ফিচার বা সুবিধাগুলো অনেকটাই এসই-এর মতো। পার্থক্য বলতে শুধু আকারে ছোট। তাই এসইকে আইফোন ৬এস-এর ছোট সংস্করণ বললে ভুল হবে না। যাদের ৬এস কেনার ইচ্ছা, কিন্তু বাজেট ছিল না, তাদের জন্য বিকল্প হতে পারে এসই। ৬এস-এর মতোই আইফোন এসই-তে আছে ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, লাইভ ফটোজ, অ্যাপল পে এবং টাচ আইডি ও শক্তিশালী এ৯ চিপ।

দেখতে বেশ

শুধু কাজের বেলায়ই নয়, দেখতেও বেশ এসই। পাওয়া যাচ্ছে তিনটি রঙে। সেটের গায়ের বিভিন্ন অংশে মেটাল ও গ্লাসের ব্যবহার হয়েছে। ইউটিউব থেকেও ভিডিও রিভিউ দেখে নেওয়া যাবে—

 

দামেও কম

আইফোন এসই-এর অন্যান্য মডেলের আইফোনের তুলনায় নতুন এই সংস্করণটির দাম প্রায় ২৫০ মার্কিন ডলার কম। চার ইঞ্চি স্ক্রিনের আইফোন এসই-এর ১৬ জিবি স্টোরেজের সেটের দাম ৩৯৯ মার্কিন ডলার, ৩২ জিবি স্টোরেজের দাম ৪৯৯ ডলার।