আপনি আছেন » প্রচ্ছদ » খবর

নিউজিল্যান্ডের সমুদ্রসৈকতে ভেসে আসলো রহস্যময় বস্তু

নিউজ্যিল্যান্ডের একটি সমুদ্রসৈকতে ভেসে আসা একটি রহস্যময় বস্তু নিয়ে সামাজিক গণমাধ্যম সরগরম হয়ে উঠেছে। বস্তুটি কী তা নিয়ে উঠেছে বিতর্কের ঝড়।

অকল্যান্ডের মুরিওয়াই সমুদ্র সৈকতে স্থানীয় বাসিন্দা মেলিসা ডাবলডে গুগলি শামুকে ঢাকা বস্তুটি প্রথম শনাক্ত করেন।

বস্তুটির ছবি তুলে তিনি মুরিওয়াই এবং ওয়াইমৌকু এলাকার সামাজিক গণমাধ্যমের কমিউনিটি গ্রুপে পোস্ট করেন। এতে তিনি প্রশ্ন করেন, “কেউ কি জানেন এ বস্তুটি কী??! এটি মুরিওয়াই সমুদ্রে সৈকতে ভেসে এসেছে।”

তিনি বলেন, আমি এমন অদ্ভুত জিনিস এর আগে আর কখনো দেখিনি। একে দেখতে অনেকটা খোলযুক্ত অসংখ্য কৃমির সমাহার বলে মনে হচ্ছিল। তবে আমি আসলে ভেবেছিলাম এটি কোনো ভেসে আসা মরা তিমির দেহ।

সামাজিক গণমাধ্যমে বিষয়টি নিয়ে চলছে বিতর্ক। বিতর্ককারীরা একে শিল্পকর্ম থেকে শুরু করে পুরোনো জাহাজের ধ্বংসাবশেষসহ যে কোনো কিছু হতে পারে বলে মন্তব্য করছেন।

নিক ভিটাসোভিচ রসিকতা করে বলেছেন: “এটি সামুদ্রিক কোনো দানবের চুল হবে হয়তো।”
ক্যাথলিন কার নামে আরেকজন লিখেছেন, “ভিনগ্রহী প্রাণিদের মহাকাশ যান?”